বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্ক স্টারলিংকের মাধ্যমে ভারতে সস্তায় ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করার উদ্যো নিয়েছে। ইতিমধ্যে দেশটিতে স্যাটেলাইট ইন্টারনেট চালুর জন্য অনুমতি চাওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই ভারতে স্টারলিংকের ইন্টারনেট চালু হবে।
স্টারলিংকের মাধ্যমে মহাকাশ থেকে তারহীন সংযোগের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে ইন্টারনেট। যেই পরিষেবা ভারত ছাড়া একাধিক দেশে চালু করে দিয়েছে সংস্থা।
স্টারলিংক মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। বিশ্বের ৬০টি দেশে এই পরিষেবা চালু করেছে স্টারলিংক। ভারতেও আসতে আগ্রহী এই সংস্থা। শুধু অপেক্ষা দেশটির কেন্দ্র সরকারের অনুমোদনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।