পানির নিচে খোলামেলা শরীরে মধুমিতা, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ভিডিও

modhumita

বিনোদন ডেস্ক : কাঠফাটা গরমে যেন একটুকরো স্বস্তি এনে দিলেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। তাপমাত্রার পারদ যখন তুঙ্গে তখনই উষ্ণতার পারদ চড়চড়িয়ে বাড়ালেন মধুমিতা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন মধুমিতা সরকার। গতে বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজেকে গড়েপিঠে নিয়েছেন মধুমিতা সরকার।

modhumita

এই কয়েক বছরেই নিজের একটি আলাদা ফ্যানবেসও তৈরি করেছেন মধুমিতা। আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী মধুমিতা। এবার শরীরী উষ্ণতায় বলি নায়িকাদেরও টেক্কা দিচ্ছেন মধুমিতা সরকার।

কাঠফাটা গরমে যেন একটুকরো স্বস্তি এনে দিলেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। তাপমাত্রার পারদ যখন তুঙ্গে তখনই উষ্ণতার পারদ চড়চড়িয়ে বাড়ালেন মধুমিতা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন মধুমিতা সরকার। গতে বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজেকে গড়েপিঠে নিয়েছেন মধুমিতা সরকার।

এই কয়েক বছরেই নিজের একটি আলাদা ফ্যানবেসও তৈরি করেছেন মধুমিতা। আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী মধুমিতা। এবার শরীরী উষ্ণতায় বলি নায়িকাদেরও টেক্কা দিচ্ছেন মধুমিতা সরকার।

মধুমিতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের মনোকিনিতে সুইমিংপুলে জলকেলিতে মত্ত মধুমিতা সরকার। ঠিক সন্ধ্যে নামার আগেই জলের মধ্যে নিজের শরীর ডুবিয়েছেম নায়িকা। রিল্যাক্স মুডে পুল সাইটে মাথা নামিয়ে শুয়েও পোজ দিয়েছেন নায়িকা। কখনও আবার জুসে চুমুক দিয়ে একফালি চাঁদ দেখিয়েছেন মধুমিতা।

জলের তলায় স্পষ্ট শরীর, মনোকিনি উপচে বেরোচ্ছে বক্ষের একাংশ। কালো মনোকিনিতে লাস্যময়ী মধুমিতাকে দেখে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের। টপ নট করে সুইমিংপুলে হট অ্যান্ড বোল্ড অবতারে নেশা ধরালেন মধুমিতা সরকার। মুহূর্তের মধ্যে এই ভিডিওতে আগুনের ও ভালবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। এবার টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বাংলা ছেড়ে দক্ষিণের ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার।

টলিপাড়ার মিষ্টি মেয়ে পাখি এবার উড়ে যাবেন দক্ষিণে। এই মুহূর্তে দম ফেলার মোটেই সময় নেই মধুমিতার। হাতে একগুচ্ছ কাজ রয়েছে। সেই সঙ্গে বড়পর্দায় রয়েছে একাধিক কাজ। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দক্ষিণী ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। ছবিতে দক্ষিণের জনপ্রিয় নায়কের বিপরীতেই তাকে দেখা যাবে।

বর্তমানে একগুচ্ছ গুরু দায়িত্বও রয়েছে তার কাধে। যেমন নতুন ভাষার সঙ্গে পরিচয় করতে হচ্ছে তেমনই শুটিংয়ের ফাঁকে নয়া ভাষা রপ্ত করতে হচ্ছে নায়িকাকে। ইতিমধ্যে কিছু অংশের শুটিংও করে ফেলেছেন। যদি নতুন ছবি নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

ভূমধ্যসাগরে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মধুমিতা সরকার।বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের। উল্লেখ্য, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথমবার হইচই প্ল্যাটফর্মে দেখা গেছে মধুমিতাকে। একটা এমএমএস কীভাবে একজন মেয়ের জীবন নষ্ট করে দেয়, তারই গল্প বলেছে ‘উত্তরণ’।