সুইমিংপুলের পানিতে আগুন জ্বালালেন শমা, তুমুল ভাইরাল ছবি

শমা

বিনোদন ডেস্ক : মাঝেমধ্যেই নেটপাড়ার উষ্ণতা বাড়িয়ে দেন শমা সিকন্দর। এবার নিজের রেকর্ডই ভাঙলেন তিনি। Tip Tip Barsa Paani গানে শমার নাচ প্রায় দু’ মাস ধরে ভাইরাল…

শমা সিকন্দর

বিকিনি নয়, শাড়ি পরেই ইনফিনিটি সুইমিং পুলে ডুব দিলেন টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শমা সিকন্দর। বেজে উঠল সেই পরিচিত সুর- ‘টিপ টিপ বরসা পানি!’ ১৯৯৪ সালে Mohra ছবির এই গান পরিণত করেছিল বলিউডকে। হলুদ শাড়ি পরে রবিনা টন্ডনের নাচ কে-ই বা ভুলতে পারে? সেই গানে নেচে এবার নেটপাড়ায় আগুন ধরিয়েছেন শমা।

শমা সিকন্দর

হুবহু রবিনার মতো করেই সেজেছিলেন টেলি দুনিয়ার এই অভিনেত্রী। পরনে ছিল হলুদ শাড়ি। ‘৯৪ সালের গানটির সিগনেচার স্টেপগুলিই রিক্রিয়েট করেছেন শমা। তাঁর লাস্যময়ী পোজ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। যদিও এটি কিন্তু অভিনেত্রীর লেটেস্ট পোস্ট নয়। দীর্ঘ আট সপ্তাহ ধরেই ট্রেন্ডিং Shama Sikander এর এই পোস্ট। যা ‘দিওয়ানা’ করেছে অনেককে।

শমা সিকন্দর

শমা সিকন্দর কিন্তু বরাবরই লাইমলাইটে থাকেন। মাঝেমধ্যেই লাস্যময়ী কায়দায় ছবি আপলোড করেন তিনি।

শমা সিকন্দর

সপ্তাহান্তে Greece এ ঘুরতে যাওয়ার ছবি আপলোড করেছেন অভিনেত্রী। কালো মোনোকিনিতে নজর কেড়েছিলেন সেইবার।

শমা সিকন্দর

গোলাপি রঙের বিকিনি পরেও একটি রিল ভিডিও আপলোড করেছেন তিনি। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্রের নীলে দাঁড়িয়ে নাচছেন শমা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আপত্তিকর দৃশ্য ডিলিট

কিছুদিন আগেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন তিনি। নিজের বীভৎস অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।