আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের ফিলিপ দ্বীপের কাছে পানিতে ডুবে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে। তাদের তিনজন নারী ও একজন পুরুষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ক্যানবেরায় ভারতীয় হাইকমিশন এই মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। জানা গেছে, তারা একই পরিবারের সদস্য। দুইজন নারী ও একজন পুরুষের বয়স ২০ এর মতো। আরেকজন নারীর বয়স ৪০।
দূতাবাস থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘অস্ট্রেলিয়ায় মর্মান্তিক এক ঘটনা ঘটলো। ফিলিপ দ্বীপে পানিতে ডুবে চারজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই আমরা। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা করছি আমরা।’
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় লাইফগার্ডর তাদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারায় তিনজন। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৪৩ বছর বয়সী ওই নারী অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন। আর বাকি তিনজন মেলবোর্নেই থাকতেন বলে জানিয়েছেন ভিক্টোরিয়ার পুলিশ কর্মকর্থা ক্যারেন নিহোলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।