পানিতে সর্বোচ্চ মানের সুরক্ষা সহ হাজির ‘অপো রেনো১৩’

পানিতে সর্বোচ্চ মানের সুরক্ষা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে অপো রেনো১৩ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সংবলিত দেশের প্রথম স্মার্টফোন এটি। ‘অপো রেনো১৩ সিরিজ’র দুটি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’।

পানিতে সর্বোচ্চ মানের সুরক্ষা

জানা গেছে, এই স্মার্টফোনে রয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’, যা ধুলোবালি ও পানি থেকে ডিভাইসটিকে সর্বোচ্চ মানের সুরক্ষা দিতে সক্ষম। এ ফিচারটি ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারনের সুযোগ করে দেবে।

পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্টের সমন্বয়ে ভূমিকা রাখে।

নারী সেলস প্রোমোটার নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সংবলিত আরও কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস; যেমন-লেখা সামারাইজেশন ও এডিটিংয়ের জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিসটেন্ট নোটস। এ ছাড়া-এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরও বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়।