পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমিরের প্রশংসায় পঞ্চমুখ

Amir

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবের জালন্ধর যখন উত্তাল ‘বয়কট করা হোক লাল সিং চড্ডা’ স্লোগানে, ঠিক তখনই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বললেন অন্য কথা। ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে এই ছবি- এমন দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী। আমিরের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

Amir

রবিবার ‘লাল সিং চড্ডা’ দেখেন তিনি। আর ছবি দেখেই নায়ককে নিজের ভালোলাগার কথা জানান।

তিনি লেখেন, ‘আজই সুযোগ পেলাম লাল সিং চড্ডা ছবিটি দেখার। যে ছবি পারস্পরিক ভ্রাতৃত্ববোধের কথা বলে। মানুষের মননে ঘৃণার বীজ বপণ না করার বার্তা দেয়।’

আমির খান এবং তাঁর গোটা টিমকে অভিনন্দন জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

স্বাধীনতা দিবসে পাকিস্তানি শিল্পীর উপহারে মুগ্ধ ভারতের জনগণ

ছবি মুক্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কের ঝড় ওঠে আমিরের নতুন ছবিকে কেন্দ্র করে। একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদও জানায়। এই বয়কটের প্রভাব পড়েছে বক্স অফিসেও। সূত্র : আনন্দবাজার