জিন্স প্যান্ট পড়ে উদ্দাম ড্যান্স দিলেন রচনা ব্যানার্জী, ভাইরাল ভিডিও

রচনা ব্যানার্জী

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়াকে এই মুহূর্তে মানুষের যোগাযোগের মাধ্যম বলা যেতে পারে। সাধারণ জনগণ থেকে শুরু করে বড় বড় তারকারাও এখানে ভীষণভাবে সক্রিয় থাকেন। এখানে আসলে কী ভাইরাল হবে তা আগে থেকে বোঝা যায় না। তবে মাঝে মাঝেই নানান ভিডিও, ছবি এবং বড় বড় তারকাদের অদ্ভুত কান্ড কারখানা প্রায়ই ভাইরাল হতেই থাকে।

রচনা ব্যানার্জী

আসল কথা হলো মানুষ এগুলো দেখতে পছন্দ করেন তাই তো ভাইরাল হয়ে পড়ে। শুধুমাত্র টিভি, রেডিও অথবা সিনেমার মাধ্যমে মানুষের মনে জায়গা করা গেলেও, ইন্টারনেট এমন এক হাতিয়ার যার সাহায্যে রিল জীবন থেকে শুরু করে বাস্তব‌ জীবন‌ সম্পূর্ণটাই জনগণকে দেখানো সম্ভব।

বড় বড় সেলিব্রিটিরাও এখন এই সমস্ত মাধ্যমগুলিকে‌‌ ভীষণভাবে পছন্দ করছেন। শুধুমাত্র টেলিভিশন জগতের মানুষেরা নয় টলিউড থেকে শুরু করে বলিউড প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা তাদের ভাইরাল ভিডিয়োর মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। তবে এখন শুধুমাত্র ভিডিও নয়, ট্রেন্ডিং-এ চলছে রিলস। যেখানে শুধুমাত্র সাধারণ জনগণ নয় বড় বড় সেলিব্রিটিরাও কোমর দোলাতে ভুলছেন না রিলসের তালে তালে।

সম্প্রতি এমনই একটি রিলস ভীষণভাবে ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের অবাক করে দিয়েছে। টলিপাড়ার প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় একজন অভিনেত্রী। একের পর এক হিট সিনেমা উপহার হিসেবে দিয়েছেন বাংলা সিনেমা জগতকে।

তবে তিনি এখানেই থেমে থাকেনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন। টলিউডের পাশাপাশি তিনি উড়িষ্যা এবং বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এছাড়াও তাঁর দক্ষিণী সিনেমা জগতেও জনপ্রিয়তা কিছু ‌কম‌ নয়। তবে তিনি বড়পর্দা ছেড়ে দিলেও টেলিভিশনের‌ হাত‌ ধরে এখন গোটা বাংলার ঘরে দাপিয়ে রাজ করে চলেছেন।

জি বাংলার সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালকের ভূমিকায় বহু বছর ধরে তাঁকে দেখা‌ যাচ্ছে। তিনি এখন গোটা বাংলার দিদি। দিদি নাম্বার ওয়ান শো‌টিতে তাঁকে একদম ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়, একদম বাংলার দিদি বোনেদের মতো। তবে তার যে‌ রিলসটি ভীষণভাবে ভাইরাল হয়ে পড়েছে।

এই মেসেজটির কারণেই ভেঙে গিয়েছিল সালমান ও ক্যাটরিনার প্রেম

সেখানে তাকে দেখা যাচ্ছে, একটি সাদা ফ্লোরাল প্রিন্টের ফুল স্লিভ ক্রপ‌ টপ এবং সাদা রঙের প্যান্টে। যেখানে তিনি নৌকাতে বিদেশি গানের সুরে কোমর দোলাচ্ছেন, এবং নাচটি অবশ্যই ট্রেন্ডিং একটি ডান্স। এমন পোশাকে রচনা ব্যানার্জিকে সচরাচর নেটিজেনরা দেখেননি বলেই ভীষণভাবে অবাক হয়ে গেছেন। ভিডিওটি পোস্ট করা হয়েছে ফেসবুকে দিদি নাম্বার ওয়ানের পেজ থেকে। তবে রিলসটি নেটিজেনরা খুব পছন্দ করেছেন তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে।