বিনোদন ডেস্ক : পাওলি দাম একটি কালো সিকুইন ড্রেস পরেছিলেন। এই কালো ড্রেসে অসাধারণ দেখাচ্ছিল তাঁকে। পাওলি দাম ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আপনি সেই ছবি মিস করবেন না।
পাওলি দামের রূপের জাদুতে মোহিত হননি এমন অনুরাগী হয়তো তাঁর নেই। আজ প্রায় ৪০ পেরোলেও পাওলির সৌন্দর্যে কোনও কমতি হয়নি। একইরকম ভাবে জনপ্রিয় তিনি। শুধুই সৌন্দর্যের জন্য নয়, বরং তাঁর ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতার জন্যেও পাওলির অনুরাগীর সংখ্যা অনেক। আরও একটি বিষয় নিয়ে সব সময় চর্চায় থাকেন অভিনেত্রী। তা হল পাওলি দামের স্টাইলিং ও ফ্যাশন সেন্স। এক একটি শাড়ি পরে তিনি যখন বোল্ড ফটোশ্যুট করেন, তখন পাওলির দিক থেকে চোখ ফেরানো দায় হয়। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল- স্মার্টওয়াচ, হেডফোন, ল্যাপটপ এবং অ্যাকসেসরিজ কিনুন সবচেয়ে সস্তায়
পাওলির শাড়ির কালেকশন নিয়ে চর্চা হয় সর্বত্র। এছাড়া নানা বোল্ড ড্রেসেও তাক লাগান এই অভিনেত্রী। সম্প্রতি একটি কালো বডিফিট ড্রেসে নতুন লুকের ছবি শেয়ার রেছেন। যা দেখে আচ্ছা আচ্ছা লোকও প্রেমে পড়তে বাধ্য।
কেমন লাগছিল পাওলিকে?
পাওলি দামের প্রত্যেক লুকই হয় প্রশংসা করার মতো। এই নিয়ে কোনও সংশয় নেই। কোন লুকটি ছেড়ে কোনটি দেখবেন আপনি, এই প্রশ্ন আপনার মনের মধ্য়ে থেকেই যাবে। যখন তিনি শাড়ি পরে সবার সামনে আসেন, তখন শাড়িতে তাঁকে একবার দেখলে বারবার দেখার ইচ্ছে হয়।
একইভাবে যখন তিনি একটি সুন্দর কালো ড্রেস পরেন, সেই ড্রেসেও তাঁকে দেখে মুগ্ধ হতেই হয়। কেমন ছিল পাওলির সেই সাজ? চলুন তাঁর এই লুকের স্টাইলিংয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা যাক। মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড শো-এ গিয়েছিলেন তিনি।
অসাধারণ একটি ড্রেস
পা পর্যন্ত সম্পূর্ণ কালো রঙের ড্রেস ক্যারি করেছিলেন পাওলি দাম। বিশেষজ্ঞরাও মনে করেন, যখন আপনার হাতের কাছে আর অন্য কোনও রঙের ড্রেস নেই, তখন আপনি চোখ বন্ধ করে এই কালো রঙ বেছে নিতে পারেন। এটি আপনার লুকই বদলে দেবে।
কারণ, কালো রঙের মধ্য়ে আছে সেই পাওয়ার। যা মুহূর্তেই আপনাকে একটি আকর্ষণীয় লুক উপহার দিতে পারে। মনোক্রম এখন ফ্যাশনের দুনিয়া কাঁপাচ্ছে। আর যখন কালো মনোটোনেই পাওলি স্টাইলিং করেন, তখন তো তার প্রশংসা করতেই হবে। ঠিক এতটাই সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে।
ডিজাইন করেছে কে
পাওলির এই গাউনটি ডিজাইন করেছে ভেদম। এই বিখ্যাত ব্র্যান্ডের লেবেল আছে ড্রেসে। সম্পূর্ণ বডিফিট প্যাটার্নে বানানো হয়েছে এই ড্রেসটি। বডিকন গাউনে রয়েছে সিকুইন কারুকার্য। যা এতে একটি ব্লিং এফেক্ট যোগ করেছে। কালো এই গাউনের উপর সিকুইন ওয়ার্ক করা হয়েছে।
ধরে রাখা হয়েছে কালো মনোটোন। এই সিকুইন কাজে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ। যা ড্রেসটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পাওলি পোজ দেওয়ার সময় নিজের সৌন্দর্য ফ্লন্ট করার কোনও সুযোগই হাতছাড়া করেননি।
কালো ড্রেসে চমক লাগালেন এভাবেই!
এই ড্রেসটি ফ্লোর লেন্থ। ফুল স্লিভ ডিটেলিং যোগ করা হয়েছে এই গাউনে। এছাড়াও রাউন্ড নেক ডিটেলিং রয়েছে। হাই নেক ড্রেসে একটি এলিগেন্ট টাচ দিয়েছে। তাঁর এই ড্রেসটি পাওলির ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছে। হাইলাইট হয়েছে তাঁর সুন্দর কার্ভ। দুর্দান্ত একটি আউটফিট এটি।
পাওলি দাম এর সঙ্গে স্টেটমেন্ট স্টাড ইয়াররিংস পরেছেন। হাতে একটি রিং ক্যারি করেছেন। এই সামান্য অ্যাকসেসরিজেই সম্পূর্ণ করেছেন লুকটি। যেহেতু তাঁর ড্রেসটি বেশ জমকালো, তাই তার সঙ্গে এই ধরনের গয়নাই বেশি ভালো লাগে। অতিরিক্ত জুয়েলারি সাজ নষ্ট করে দিতে পারে।
আপনিও সাজতে পারেন এভাবেই
এর সঙ্গে মানানসই মেকআপও করেছেন পাওলি দাম। ম্যাট ফিনিশিংয়ে চোখে রেখেছেন বিশেষ টাচ। আই মেকআপে স্মোকি ফিনিশিংটা সত্য়িই অসাধারণ। আপনিও চাইলে যে কোনও পার্টিতে বা অনুষ্ঠানে এই ধরনের আউটফিট ক্যারি করতে পারেন। ডিজাইনারের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ডিটেলসও পেয়ে যাবেন। পাওলি দামের মতোই একটি সুন্দর ইভিনিং গাউন ক্যারি করুন। তার সঙ্গে এরকম পনিটেল করতে পারেন। ঠোঁটে ডিপ শেড লিপস্টিক পরুন। দুর্দান্ত দেখতে লাগবে আপনাকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।