Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তামিমের রিপোর্ট দেখে মেজাজ গরম হয়ে গিয়েছিল পাপনের
    ক্রিকেট (Cricket) খেলাধুলা

    তামিমের রিপোর্ট দেখে মেজাজ গরম হয়ে গিয়েছিল পাপনের

    August 5, 20233 Mins Read

    স্পোর্টস ডেস্ক : সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মত বড় দুইটা আসর। বাকি দেশগুলো যেখানে ব্যস্ত শক্তিশালী দল গঠন করতে, সেখানে বাংলাদেশের মাথাব্যাথা দুই আসরে নিজেদের অধিনায়ক বাছাই নিয়ে। কারণ বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় বৈঠকের পর ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এমনকি চোটের কারণে এশিয়া কাপও খেলতে পারবেন না বলে জানিয়ে দেন তামিম।

    মেরুদণ্ডের হাড়ের ডিস্কে ক্ষত, যা কিনা একজন খেলোয়াড়ের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছে, সেটা পাত্তা দেওয়া হয়নি! তামিমের রিপোর্ট দেখে হতবাক তো বটেই, মেজাজও গরম হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। বিষয়টি নিয়ে যে অবহেলা হয়েছে তা বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করলেন তিনি। শুধু তাই নয়, কেন অবহেলা হয়েছে সেটাও তদন্ত করে বের করার প্রত্যয় শোনা গেল তার কণ্ঠে। কিন্তু এই অবহেলায় যে তামিমের এশিয়া কাপ শেষ হয়ে গেল, বিশ্বকাপও শঙ্কায় পড়ে গেল; ছেড়ে দিতে হলো ওয়ানডে নেতৃত্ব, সেটার কী হবে! বিশ্বকাপের জন্য কতদিন ধরে দল গোছাচ্ছিলেন তিনি। অথচ এখন তিনিই কিনা অনিশ্চিত! এই আফসোস ভোলা কি এত সহজ!

    চোটের কারণে তামিমের খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়াতেই দল ও দেশের কথা ভেবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম। তার নেতৃত্ব ছেড়ে দেওয়াকে বিসিবির জন্য ‘ধাক্কা’ হিসেবে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘আমরা সবাইকে বলেছিলাম, বিশ্বকাপ পর্যন্ত তামিমই অধিনায়ক। কিন্তু চোটের কারণে নেতৃত্ব ছেড়ে দিচ্ছে সে।’

    বিসিবি বস আরও জানিয়েছেন, তামিমের চোট নিয়ে বলতে গেলে প্রায় অন্ধকারেই ছিলেন তিনি। কিন্তু তার পাশে বসা তামিম বুঝতে পারছেন না, কেন চোট নিয়ে নাজমুল হাসানকে অন্ধকারে রাখা হলো। বিষয়টি অবাক হওয়ার মতো এ জন্য, বিসিবির মেডিকেল টিম নিয়মিতভাবেই তামিমের চোট নিয়ে বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ ও টিম ম্যানেজমেন্টকে অবহিত করে আসছে। তাহলে কেন নাজমুল হাসান বিষয়টি জানলেন না? সবচেয়ে বড় বিষয় মেডিকেল টিম চোট খুঁজে পাওয়ার পরও কেন চিকিৎসা হলো না?

    এসব বিষয়ে সাধারণত বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ নাজমুল হাসানকে অবহিত করে থাকে। কিন্তু তামিম নিজে তার রিপোর্ট পাঠানোর পরই বিসিবি বস তারকা এ ওপেনারের চোটের গভীরতা বুঝতে পারলেন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস যে তাঁকে ক্রিকেটারদের সব খবরাখবর দেন, সেটা বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বলেছেনও পাপন। এ জন্য খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টরের পদ ছাড়ায়ও কোনো সমস্যা হচ্ছে না।

    এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনে করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠায়, সেখানে প্রথম দেখি সমস্যা আছে।’ তিনি আরও যোগ করেন, ‘এটা দেখার পরই আমি তামিমকে বলি, দেবাশীষকে (বিসিবির প্রধান চিকিৎসক) সঙ্গে নিয়ে আমাকে ফোন করো। কেন আমাকে এই চোটের কথা এতদিন জানানো হলো না!’ তখন তামিম বলেন, ‘আমার চোট কিন্তু ২০২২ সালের নভেম্বর থেকেই ছিল। আগে রিপোর্ট পাঠাইনি। এবার রিপোর্ট পাঠানোর সঙ্গে সঙ্গে বলেছেন, কেন তাকে আগে জানানো হয়নি। জানাতে বলেছেন। এটা আসলে কারও সঙ্গে হওয়া উচিত নয়।’

    এই অবহেলা দেখে বিসিবি সভাপতি বলেন, ‘রিপোর্ট দেখার পর আমার তো মেজাজই গরম হয়ে গেল। এটা যাতে ভবিষ্যতে না হয়, সেটা নিশ্চিত করা হবে। নিশ্চয়ই কোনো না কোনোভাবে অবহেলা করা হয়েছে। তাই বিশ্বকাপের আগে এই অবস্থায় পড়তে হয়েছে। এটা অবশ্যই দুঃখজনক।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    cricket ক্রিকেট খেলাধুলা গরম গিয়েছিল তামিমের দেখে পাপনের মেজাজ রিপোর্ট হয়ে
    Related Posts
    Rohit-Babar

    বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

    May 22, 2025
    Indian

    বিদেশী নারীদের পটিয়ে বিয়ে করেছেন এই ৪ ভারতীয় ক্রিকেটার

    May 22, 2025
    বিশ্বরেকর্ড-টাইগাররা

    এক হারে লজ্জার দুই বিশ্বরেকর্ড উপহার দিলেন টাইগাররা

    May 22, 2025
    সর্বশেষ সংবাদ
    পদত্যাগ করবেন না ড. ইউনূস, এপ্রিল-মে’র মধ্যে নির্বাচন
    অন্তর্বর্তী সরকার ‘বিচার ও সংস্কারে’ বাধার সম্মুখীন হচ্ছে : রিজওয়ানা হাসান
    ফরহাদ মজহার
    ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন : ফরহাদ মজহার
    জুমার দিন
    জুমার দিনের শ্রেষ্ঠ ৩ আমল
    সুচিত্রা সেন
    সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়
    শেহবাজ
    সাম্প্রতিক সংঘাতে এই পরাজয় ভারত কখনোই ভুলতে পারবে না : শেহবাজ
    জয়া আহসান
    ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান
    আসিফ
    নর্থ ও দিল্লী জোট হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: আসিফ
    মহার্ঘ ভাতা ২০২৫
    মহার্ঘ ভাতা ২০২৫: কোন গ্রেডে কত বাড়ছে?
    পরিবর্তন
    ‘যারা পরিবর্তনকে ভয় পায়, তারাই পুরানো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে’
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.