পাপনের বক্তব্যের সঙ্গে একমত নন মমিনুল

পাপন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর থেকে জাতীয় দল দেশে ফেরার পর চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ক্রিকেটারদের মাঝে ১০ দিন (দুই টেস্ট) খেলার মানসিকতা নেই। কোচদের সঙ্গে আলোচনার পর গত ৮ মে পাপন বলেছিলেন, ‘কোচরা আমাকে জানিয়েছে, টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আমাদের আরো কাজ করতে হবে।

পাপন

কারণ বেশির ভাগ ক্রিকেটারেরই ১০ দিন খেলার মানসিকতা নেই।’ তবে বিসিবি সভাপতির এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন টাইগার টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক।

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগের দিন আজ রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার তো মনে হয় না এ রকম কোনো কিছু হয়। আমার কাছে মনে হয় আগামী পাঁচ দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচ দিনে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন মাঠে কেমন অ্যাটিচিউড থাকে, কিভাবে পজিটিভ থাকি এটা গুরুত্বপূর্ণ। ১০ দিন খেলা কঠিন আমার মনে হয় না।’

লড়াকু মানসিকতা কমে যাওয়ার পেছনে বিসিবি সভাপতি ঘরোয়া ক্রিকেট না খেলাকে দায়ী করেছিলেন। এবার অনেকেই মনে করছেন, বাংলাদেশের এই লড়াকু মানসিকতা না থাকায় চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছে।

বলিউডে পা রাখতে নিজেকে যেভাবে প্রস্তুত করলেন শাহরুখ কন্যা

মমিনুল অবশ্য অতীত নিয়ে ভাবতে রাজি নন, ‘চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে…মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফলাফল আসে।’