স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের স্কোয়াডে যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস। রাত আটটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশ করেন তিনি। লিটন দাসকে নিয়ে এবারের এশিয়া কাপে অনিশ্চয়তা ছিল বেশ। টাইগার ওপেনারকে তাই বাদ দিয়ে স্কোয়াডে নেয়া হয় আনামুল হক বিজয়কে। তবে সেসব অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছেন টাইগার এই ওপেনার।
সোমবার রাত ৯টার একটি ফ্লাইটে তিনি উড়াল দিয়েছেন কাতার হয়ে পাকিস্তান পৌঁছাবেন লিটন। এশিয়া কাপের দলে থাকলেও অসুস্থতার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই উইকেকিপার ব্যাটসম্যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন, লিটন সুস্থ হয়ে উঠলে তাকে এশিয়া কাপে পাঠানো হবে। ইতিমধ্যে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ।
নান্নু আজ এএফপিকে বলেছেন, ‘লিটন এখন ফিট, দলে যোগ দিতে আজ রাতেই পাকিস্তান যাবেন।’
তবে, লিটন যে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন সেটা সোমবার বিকেল পর্যন্ত জানতেন না ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমার জানা নেই যে, ও (লিটন) আজকে যাচ্ছে। ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোজ নিচ্ছিলাম। আমি ওদের বিষয়ে প্রায়ই খোঁজ নেই। জানতে চাচ্ছিলাম, ওর আপডেটটা কী? তবে ও যে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।
তিনি আরও বলেন, কীভাবে যাবে! অনুমোদন (বিসিবির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদনও তো লাগবে। আমার কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না। ওখানে অধিনায়ক, কোচ, রাজ্জাক (নির্বাচক আব্দুর রাজ্জাক), জালাল ভাই (জালাল ইউনুস) আছেন, ওদের সঙ্গে আমার কথা হয়েছে, কেউ কিন্তু আমাকে কিছু বলেনি। আমি জানি না, এটা সামথিং নিউ।
হবু জামাইকে কাছে টেনে রোমান্সে মাতলেন শাশুড়ি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
এর আগে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন। তারকা এই ওপেনারের জন্য দুইদিন পর্যন্ত অপেক্ষাও করেছিল দল। তবে জ্বর থেকে না সুস্থ হওয়ায়, লিটনের বদলি হিসেবে এনামুল হক বিজয়কে নেয়া হয় দলে। এই পরিবর্তনটার কারণে এখন লিটনের এশিয়া কাপ খেলা আটকে যায় কিনা সেটাই দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।