স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে জাতীয় দলের জার্সি গায়ে না জড়ালেও ঘরোয়া লিগে অংশগ্রহন করে যাচ্ছেন। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও কাজ করে যাচ্ছেন। এবার ভক্তরা চান বোর্ড প্রেসিডেন্টের পদে নড়াইল এক্সপ্রেসকে দেখতে, তবে মাশরাফিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার করতে চেয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
যদিও বাংলাদেশ ক্রিকেট ভক্তরা অনেকেই চাওয়া বিসিবির সভাপতি হবেন মাশরাফি বিন মর্তুজা। তবে বিসিবি বস হতে হলে মাশরাফিকে অনেক পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সেইসাথে হুট করে যে কেউ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। তবে মাশরাফিকে নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি জানিয়েছেন মাশরাফিকে বাংলাদেশ দলের ম্যানেজার করার খুব ইচ্ছা ছিল তার। কিন্তু এমপি হওয়ার কারণে তার সেই ইচ্ছা আর পূরণ হয়নি। পাপন বলেন, “মাশরাফিকে নিয়ে আমার প্রথম থেকেই প্ল্যান ছিল। আমার কাছে মনে হয় মাশরাফি এখন অনেক ব্যস্ত। ও এখন প্রচুর সময় দিচ্ছে রাজনীতিতে। আমার পারসোনাল একটি ইচ্ছা ছিল সেটি ও জানে, আমি সবাইকে বলতাম, ও যেদিন অবসর নিবে আমি ওকে বাংলাদেশ দলের ম্যানেজার বানিয়ে দিব। কিন্তু মাঝখানে বিপদ হলো ও তো এমপি হয়ে গেল। তো এমপিকে এখন আমি কিভাবে ম্যানেজার করি”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।