জুমার দিনে যে ৫ আমলে মিলবে জান্নাত

মিলবে জান্নাত

ধর্ম ডেস্ক : জুমার দিন মুমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিসে দিনটিকে সপ্তাহের ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিন বিশেষ পাঁচটি কাজ করলে মিলবে জান্নাতের নিশ্চয়তা।

মিলবে জান্নাত

যে ৫ আমলে মিলবে জান্নাত

হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, এমন পাঁচটি কাজ আছে যে ব্যক্তি একই দিনে ওই কাজগুলো করবে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী বলে লিখে দেবেন। আর তা হলো-

১. রোগী দেখা তথা রোগীর সেবাযত্ন বা খোঁজ-খবর নেওয়া।

২. জানাজায় অংশগ্রহণ করা।

৩. রোজা রাখা।

৪. জুমার নামাজ আদায় করা।

৫. গোলামমুক্ত করে দেওয়া। (মুসলিম)

জুমার দিন ৫টি কারণে ফজিলতপূর্ণ

হজরত আবু লুবাবা বিন আবদুল মুনজির রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুমার দিন গুরুত্বপূর্ণ হওয়ার পাঁচটি কারণের কথা বলেছেন।

১. আল্লাহ তাআলা এই দিনে আদমকে (আ.) সৃষ্টি করেছেন

২. আল্লাহ তাআলা এই দিনে আদমকে (আ.) জমিনে অবতরণ করেছেন

হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম

৩. এই দিনে আদমকে (আ.) মৃত্যু দিয়েছেন

৪. এই দিনে এমন সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন। যতক্ষণ না সে হারাম কিছু প্রার্থনা করবে।

৫. এই দিনে কিয়ামত সংঘটিত হবে। (ইবনে মাজাহ, হাদিস ৮৯৫)