প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ আকাশে হঠাৎ শকুনের দেখা

প্যারাগ্লাইডিং

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগ্লাইডিং করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক ব্যক্তি। আকাশে হঠাৎ শকুনের দেখা পেলেন। শকুনের সঙ্গেই আকাশে উড়লেন ওই ব্যক্তি।

প্যারাগ্লাইডিং

আকাশে তখন ভেসে বেড়াচ্ছিলেন প্যারাগ্লাইডার। আচমকা অনাগত অতিথির দেখা পেলেন তিনি। দেখলেন, কালো রঙের একটি শকুনও তাঁর সঙ্গে আকাশে উড়ছে।

তারপর শকুনটির কাণ্ড দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। মাঝ আকাশে শকুনকে ‘অতিথি’ হিসেবে পেয়ে আবার প্যারাগ্লাইডারের আদুরে মুহূর্ত নিঃসন্দেহে সকলের মন ভালো করে দেবে।

শুধু তাই নয়,শকুনটি প্যারাগ্লাইডারের জুতোর উপর বসে পড়ে। তারপর নিজস্ব ভঙ্গিতে ঠোঁট দিয়ে প্যারাগ্লাইডারের জুতোয় ঠোক্কর দিতে থাকল সে। শকুনের গায়ে হাত বুলিয়ে স্নেহের পরশ দিলেন ওই ব্যক্তি।

কাঁঠালের বীজ খেলে যা ঘটবে আপনার শরীরে

এই ভাবেই বেশ কিছুক্ষণ দু’জনে আকাশে ভেসে বেড়ালেন তারা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। পল নেলসন নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন।