বিনোদন ডেস্ক : বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের আগেই অসুস্থ ছিলেন পিয়া। কিডনিতে পাথর অপসারণে ২৮ নভেম্বর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তার। এজন্যই সকালে হাসপাতালে ভর্তি হন তিনি।
এর আগে, সোমবার বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দেন পরমব্রত। পিয়া চক্রবর্তী মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী হিসেবে পরিচিত। দুই বছর প্রেমের পর গাঁটছাড়া বাধেন তারা।
ইকা নামের এক বিদেশিনির সঙ্গে দীর্ঘ প্রেম ছিল পরমব্রতর। তার সঙ্গেই সংসার বাধবেন এমন খবরও ছড়িয়েছিল। তবে কোভিড-১৯ এর সময় সে সম্পর্কে ছেদ পড়ে। যা নিজেই জানান পরমব্রত।
এরপরে তার সঙ্গে নাম জড়ায় বন্ধুপত্নী পিয়ার। যদিও পরমব্রত সবসময় এটি গোপন করেই রেখেছেন।
পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায়। প্রেমের বিয়ে পর ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অনুপম ও পিয়া। তবে তাদের বিবাহবিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
গুঞ্জন রয়েছে পরমব্রতের সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে অনুপমের সঙ্গে পিয়ার সংসার টেকেনি। যদিও এ অভিযোগ অস্বীকার করে পরমব্রত দাবি করেন, ‘‘পিয়া তার বন্ধু।’’
অবশেষে দুই পরিবার ও হাতেগোনা বন্ধুদের পাশে নিয়ে বিয়ের পর্ব সারেন পরমব্রত-পিয়া। হাজির ছিলেন ২৫ থেকে ৩০ জন। বিবাহ পরবর্তী আয়োজনে পরমব্রত সেজেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবিতে, সঙ্গে নীল রঙা জহর কোট। পিয়ার পরনে ছিল প্যাস্টেল রঙা বেনারসি।
ভারতীয় গণমাধ্যম আজতাক এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে পরমব্রতের বাড়ি পিয়ার যাতায়াত বেড়েছিল। মাঝে শুটিংয়ের জন্য দীর্ঘদিন লন্ডনে ছিলেন পরমব্রত। সেসময় পরমব্রতের সঙ্গে লন্ডনে পিয়াকেও দেখা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, এই নভেম্বরে পরম-পিয়া বিয়ে করবেন। অবশেষে সোমবার তারা আইনিভাবে বিয়ে করেন।
এ বিষয়ে পরমব্রত ও পিয়া কোনো বক্তব্য না দিলেও রাতে অভিনেতা বিয়ের তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরমধ্যেই খবর এলো হাসপাতালে ভর্তি পরমপত্নী।
ওষুধ সেবন করে উদ্দাম রোমান্সে মাতলেন যুবক, ভুলেও কারও সামনে দেখবেন না
তবে এখন কেমন আছেন পিয়া? এই বিষয়ে এই দম্পতির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।