বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী এখন নতুন এক অধ্যায়ের পথে। অতীতের সম্পর্ক ও সংসার ভেঙে, দুজনেই গড়েছেন এক নতুন সুখী জীবন। সেই জীবনে আসছে নতুন অতিথি—মা হতে চলেছেন পিয়া চক্রবর্তী।
Table of Contents
বর্তমানে মাতৃত্বের সময়ে পিয়ার প্রতি বাড়তি যত্ন নিচ্ছেন পরমব্রত। দুজনেই আনন্দ এবং উৎসাহের সঙ্গে প্রতিদিন গুণে চলেছেন সন্তানের জন্মের প্রতীক্ষার সময়। সন্তানের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার দিকেও বিশেষ মনোযোগ দিচ্ছেন পরম।
“পরম আমার চেয়ে বেশি উত্তেজিত”—বললেন পিয়া
এক সাক্ষাৎকারে পিয়া বলেন, “পরম আমার চেয়ে বেশি উত্তেজিত। সময় পেলেই আলোচনা করছে, সন্তানের জন্য কি কি কিনবে!” এই উত্তেজনা এবং ভালোবাসা ঘিরেই তাদের আগামীর পরিকল্পনা।
মাতৃত্বকালীন ছুটিতে পিয়া, শুরু হয়েছে সাধের পর্ব
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন পিয়া চক্রবর্তী। পরিবারের দুই দিক থেকেই পিয়াকে সাধ খাওয়ানো হয়েছে। বন্ধুবান্ধবরাও তার পাশে রয়েছেন এই সুন্দর সময়ে। আগামী এক মাস তিনি কাটাবেন সম্পূর্ণ বিশ্রামে। ইতিমধ্যেই পরিবারের সদস্য ও কাছের মানুষজন তার জন্য সন্তানের প্রয়োজনীয় জিনিসের তালিকাও তৈরি করে দিয়েছেন।
সাংস্কৃতিক পরিবেশে গড়া পরিবারে আসছে নতুন প্রাণ
পিয়া-পরমব্রত দু’জনেই বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিবেশে। পিয়ার কণ্ঠে রয়েছে সুর, আর পরমব্রত একজন সফল অভিনেতা, পরিচালক ও প্রযোজক। পাশাপাশি, তিনি গান জানেন, গিটারও বাজান। মা সুনেত্রা ঘটকের দিক থেকে তিনি কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর।
এই জুটি চান, তাদের সন্তানও বেড়ে উঠুক সংস্কৃতিমনা পরিবেশে, সুস্থভাবে আসুক এই পৃথিবীতে।
বিবাহিত জীবনের নতুন অধ্যায়
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী গাঁটছড়া বাঁধেন। সেই সময় থেকেই তারা একসঙ্গে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, আর এখন সেই স্বপ্নে যোগ হতে চলেছে নতুন প্রাণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।