বিনোদন ডেস্ক : ভারতের শোবিজ অঙ্গনের দুই জনপ্রিয় তারকা সৃজিত মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। তারা নিজ নিজ অবস্থান থেকে দুজনই প্রতিষ্ঠিত। আগে দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে টানাপোড়েন থাকলেও ইদানীং সৃজিতের সিনেমায় দেখা যাচ্ছে তাকে।
সৃজিত-পরমের সম্পর্ক খুব ছোট বেলা থেকেই। সৃজিত ছিলেন পরমব্রতের স্কুলের সিনিয়র। স্কুল থেকে ক্যারিয়ার পর্যন্ত তারা একই গণ্ডিতে রয়েছেন। এমনকি একই মানুষকে মন দিয়েছিলেন দুজন।
দুজনের সম্পর্ক ভালোবাসা নাকি ঘৃণার? উত্তর দিলেন সৃজিত। তিনি বলেন, “৩৭ বছরের একটা সম্পর্ককে ভালোবাসা বা ঘৃণা কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। পরমব্রত আর আমি বারবার কাছে এসেছি। আবার আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আবার কাছে এসেছি। এটুকু বলতে পারি, আমাদের একটা অন্য পর্যায়ের বোঝাপড়া রয়েছে।”
ব্যক্তিজীবনে সৃজিত-পরমব্রত দুজনেই অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে প্রেম করেছেন। তাই বলে কি তাদের মাঝে কখনো দূরত্ব তৈরি হয়েছিল? দুজনেই জানালেন, ‘এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রাক্তন প্রেমিকা এক হওয়ার কারণে আমাদের কোনও সমস্যা হয়নি। সময়টা এক নয়।’
সৃজিত যোগ করলেন, “সেই সময়ে আমি চার লাইনের বার্তা পাঠিয়েছি। তার তিন লাইন উত্তর এসেছে। এরকম সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমেই ভালো-মন্দ যেটাই হোক, সমাধান হয়ে গেছে।’
ছবির ডাবিং নিয়ে সৃজিত নতুন তথ্য দিলেন। পরমব্রতের থেকে ঠিক কী চাইছেন, সেটা বোঝানোর জন্য নাকি পুরো বাক্য খরচ করতে হয় না। পরিচালক একটা শব্দ বললে, নায়ক বুঝে নেন, ঠিক কী চাইছেন সৃজিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।