বাবা-মা হতে যাচ্ছেন বিক্রান্ত-শীতল

বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর

বিনোদন ডেস্ক : গত বছর ভালোবেসে বিয়ে করেন বলিউডের তারকা দম্পতি বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর। বিয়ের ১৯ মাস পর গুঞ্জন উড়ছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সন্তান আগমনের খবরে দারুণ আনন্দিত বিক্রান্ত-শীতল। জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছেন তারা।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ‘মির্জাপুর’খ্যাত বিক্রান্ত কিংবা শীতল।

শ্যালিকা পরিণীতি চোপড়ার বিয়েতে আসবেন না নিক

‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের শুটিং সেটে পরিচয় বিক্রান্ত-শীতলের। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৯ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বাগদান সারেন তারা। গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।