জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে ফাঁকা রাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশায় অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন। এই মামলার আসামিরা হলেন- উপজেলার চরখুকমিয়া গ্রামের ছরোয়ার্দীর ছেলে মিরাজুল ইসলাম (২২) সহ ছয়জন।
মামলা সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্রী গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের পথে মিরাজুল ইসলাম ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্ত কিশোরী তার প্রস্তাবে রাজী হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মিরাজুল প্রায় কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করত। এ অবস্থায় কিশোরী ৬ জানুয়ারি সকাল ১১টায় বাড়ি থেকে বিদ্যালয়ে রওনা হয়। পথিমধ্যে মহিশুরা দর্গা মাজার এলাকায় পৌছলে ফাঁকা রাস্তা থেকে কিশোরীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় মিরাজুল ও তার লোকজন। কিশোরীকে ফিরে পেতে তার স্বজনরা মিরাজুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষ থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।