শিশু জন্ম নিলেই বাবা-মা পাবেন অর্থ

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে জন্মহার বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শিশু জন্ম নিলেই বাবা-মাকে দেয়া হবে আড়াই হাজার ডলার। গত বুধবার (২৫ অক্টোবর) চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি কা-চিউ বার্ষিক পরিকল্পনা বিষয়ক বক্তব্যে এ উদ্যোগের ঘোষণা দেন। খবর সিএনএন।

তিনি জানান, এখন থেকে ২০২৬ সাল পর্যন্ত জন্ম নেয়া প্রতিটি শিশুর জন্য বাবা-মাকে দেয়া হবে দুই হাজার ৫৫৬ ডলার।

মূলত ক্রমাগত জন্মহার কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জন লি।

স্থিতিশীল জনসংখ্যা নিশ্চিত করতে জন্মহারের সর্বনিম্ন গড় হওয়া প্রয়োজন ২ দশমিক ১ শতাংশ। কিন্তু বর্তমানে শহরটিতে নারী প্রতি সন্তান জন্মের হার শূন্য দশমিক ৯ শতাংশ।

লি তার ভাষণে বলেছেন, সন্তান জন্মদান ও লালন পালন জীবনের অন্যতম একটি সিদ্ধান্ত। এখানে অনেক বিষয় বিবেচনা করতে হয়। তাই আমরা নতুন একটি আর্থিক ব্যবস্থাপনা কাঠামো উন্মোচন করেছি।

এছাড়া বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক ১৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনার কথা বলেন তিনি। বার্ষিক করের ক্ষেত্রে সন্তান হিসাব করে বাবা-মা ছাড় পাবেন। যা নবজাতকের ক্ষেত্রে সর্বোচ্চ হবে।

শহরটির বাসিন্দারা বলছেন, এই ভাতা তাদের জন্য যথেষ্ট নয়। কারণ ব্যয়বহুল এ শহরে ওই ভাতা তাদের এক মাসের বাসা ভাড়ার খরচও মেটাতে পারবে না।