বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই এবার শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাওয়ার কথা জানালেন তিনি।
আজ সোমবার (২ জানুয়ারি) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গানটির একটি পোস্টার শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লেখেন, ‘আসছে।’
আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
এদিকে, ২০২২ সালের শেষ মুহূর্তে এসে সংসার ভাঙনের ইঙ্গিত দেন পরিমণি। অথচ ওই বছরের শুরুতে অভিনেতা শরিফুল রাজকে বিয়ের কথা জানিয়ে তারকা ও শুভাকাঙ্ক্ষীমহলে ‘হ্যাপি কাপল’ তকমা পেয়েছিলেন এই তারকা জুটি। মাঝে সংসারজীবনে কোলজুড়ে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
শুভাকাঙ্ক্ষীরা জানতেন একমাত্র ছেলেকে নিয়ে ভালোই সুখের দিন যাচ্ছিল তাদের। কিন্তু বছরের শেষ মুহূর্তে এসে এই অভিনেত্রী হঠাৎ করেই সংসার ভাঙার ইঙ্গিত দেবেন, তা কল্পনায়ও ছিল না কারো।
গত ৩১ ডিসেম্বর (২০২২ ইং) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
এরপর ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত দাগের বিছানার ছবি পোস্ট করেন। যা নিয়ে হইচই পড়ে যায় দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।
ভারতীয় তরুণীর সঙ্গে প্রেমের গল্প নিয়ে নির্মিত পাকিস্তানি সিনেমা
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.