বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মাতৃত্বকালীন অবকাশের জন্য চলচ্চিত্র থেকে বর্তমানে দূরে রয়েছেন তিনি। আপাতত শুধু নতুন অতিথির অপেক্ষায় পরী। সেই সঙ্গে নতুন অতিথির জন্য বিভিন্ন রকমের কেনাকাটাও সেরে ফেলেছেন স্বামী শরীফুল রাজকে নিয়ে।
সেসব শেয়ার করছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে কয়েকটা ছবি ও একটা ভিডিও পোস্ট করনে পরীমনি। সেখানে দেখা গেছে, রাজ ও পরী তাদের নতুন অতিথির জন্য কাপড় ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী কিনে এনেছেন।
পরীমনি পোস্টে লেখেন, ‘তার আসার আয়োজন’।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীমনির পারিবারিক সূত্রে জানা গেছে, পরীমনি কয়েক সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করবেন। তাদের কেনাকাটা করা পোশাক দেখে অনুমান করা গেলো, ছেলে সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রাজ-পরী।
সন্তানের নাম ঠিক করে রেখেছেন তারা। কিন্তু সে নাম রেখেছেন গোপন। পরিচালক গিয়াস উদ্দীন সেলিমের ছবি ‘গুণিন’র সেটে অভিনেতা শরীফুল রাজ ও পরীমনির প্রেম শুরু। সেই প্রেম গত বছর ১৭ অক্টোবর বিয়েতে গড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।