বিনোদন ডেস্ক : শীতের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশাল গিয়েছিলেন পরীমণি। কদিন দারুণ সময় কাটিয়ে ফিরতি পথেই যেন অসুস্থতা ভর করল নায়িকার। বাদ গেল না পরীর ছোট্ট ছেলেও। অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অবস্থার ততটা উন্নতি না হওয়ায় উড়াল দিলেন কলকাতায়।
বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি হওয়ার পর ফেসবুকে নায়িকা জানিয়েছিলেন এক ফল বিক্রেতার ফল থেকে পরিবারের ৫ সদস্য আক্রান্ত হন ফুড পয়জনিংয়ে। শারীরিক অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে, সবাইকে হাসপাতালে ভর্তি হতে হয়।
এদিকে আজ বুধবার (১৭ জানুয়ারি) জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী জানালেন চিকিৎসার জন্য পরীমণি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন।
চয়নিকা তার ফেসবুকে লিখেছেন, ‘এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ (পরীর ছেলে) তার দুটি ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই।’
তিনি আরও বললেন, ‘আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার পথের সাথী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সাথে গেলে তোমার অনেক রিলিফ লাগতো। তোমাকেও এইভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি।’
তার ভাষায়, ‘অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেয়ার সময়। পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতি, তুমি অনেক ধৈর্যশীলা মানুষ। তুমি একাই সব পারবে। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।