বিনোদন ডেস্ক : ওটিটি প্লাটফর্মে এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দেশ বিদেশের প্রেক্ষাগৃহ মাতিয়ে বায়োস্কোপ অ্যাপে দেখা যাচ্ছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। দর্শকরা ঘরে বসে যেকোনো প্রান্ত থেকে এ সিনেমা উপভোগ করতে পারবে মাত্র ১৮ টাকায়।
অন্যদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম বঙ্গোতে মুক্তি পেয়েছে পরীমণি আর সজল অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। বঙ্গোতে এ ওয়েব সিরিজটি দেখতে দর্শককে খরচ করতে হবে মাত্র ২০ টাকা। অর্থাৎ শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার চেয়ে আরও ২ টাকা বেশি খরচ করতে হবে দর্শককে।
তাহলে দেখা যাচ্ছে, ঘরে বসে প্রেক্ষাগৃহের স্বাদ পেতে দর্শকদের শাকিবের চেয়ে বেশি টাকায় দেখতে হবে পরীর সিরিজ। অন্তর্জালে অনেক নেটিজেনই অবাক হয়েছেন এ খবরে।
অনেক নেটিজেনই এ কারণে ঘরে বসে দেখার জন্য পরীর আধ্যাত্মিক ও রিয়েলিটির সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’-র চেয়ে প্রাধান্য দিচ্ছেন শাকিব অভিনীত রোমান্টিক ঘরানার বিশ্বব্যাপী ব্যবসা সফল সিনেমা ‘প্রিয়তমা’-র দিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।