ভিডিও শেয়ার করে সুখবর দিলেন পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কয়েকদিন আগে সপরিবারে অসুস্থ হয়ে পড়েছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে রাজ্যসহ ভর্তিও হয়েছিলেন তিনি। কয়েক দিন হাসপাতালে থাকার পর পরীমনি সুস্থ হলেও ছেলের অবস্থা একই থাকে।

পরীমনি

পরে ছেলের চিকিৎসার জন্য কলকাতায় যান। সেখান থেকে ভক্ত অনুরাগীদের সুখবর দিলেন পরীমনি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়িকা ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জানালেন, পুণ্য (ছেলে রাজ্য) এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। ছেলের জন্য দোয়াও চেয়েছেন পরী।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ানোর ছোট্ট জারে পানি বা ওষুধ রাখা। সেখানে ছোট্ট রাজ্য আঙুল চুবিয়ে নিয়ে আবার সেই আঙুল মুখে নিচ্ছে। ভিডিওতে মা পরী সন্তানকে জিজ্ঞেস করছে, চলবে স্যার? মায়ের কথা শুনে হেসে উঠছে রাজ্য।

গত ১৪ জানুয়ারি বিকেলে ফেসবুকে নিজের ও পরিবারের সদস্যেদের অসুস্থতার কথা জানান পরীমনি। ফেসবুক পোস্টে পরী জানান, বরিশাল থেকে ফেরার পথে রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।