হঠাৎ শাকিব খানের ভিডিও শেয়ার করলেন পরীমনি

শাকিব খান-পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান। অন্যদিকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন নায়িকা পরীমনিও। না, দুজনের কথা এক সঙ্গে বলছি বলে ভাববেন না তাদের কোনো সিনেমার কথা বলছি। এমন কোনো তথ্য এখনো আসেনি কানে। তবে শাকিবের ভিডিও হঠাৎ শেয়ার করায় শুরু হয়েছে আলোচনা।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শাকিব খানের পেইজের একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। ওই ভিডিওটা মূলত শাকিব খান নিজের টাইমলানে পোস্ট করেছেন। সেখানে শাকিব দেখিয়েছেন, ওমানে একটি কনসার্টে পারফর্ম শুরুর আগে নিজের ছেলে আব্রামের সঙ্গে কথা বলছিলেন। সেই ভিডিও প্রকাশ করেছিলেন।

পরে নায়িকা পরীমনিও নিজের টাইমলাইনে সেই ভিডিও শেয়ার করেছন। ভিডিওটি শেয়ারের সময় ক্যাপশনে জুড়ে দিয়েছেন ♥️♥️♥️ তিনটি ভালোবাসার ইমোজি। পরীমনি নিজেও নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছেন বলেই হয়তো শাকিবের সন্তানের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন।

১৫ জনের সামনেই পোশাক খুলে শুটিংয়ে অমলা