বিনোদন ডেস্ক : গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হলো জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি সান কিউনের মৃতদেহ। অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এর অভিনেতা লির বাড়িতে পাওয়া গেছে একটি সুইসাইড নোট। খবর রয়টার্স।
ব্রিটেনের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ( ২৭ ডিসেম্বর) সকালে অভিনেতার নিজ গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে হঠাৎ তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন এখনও তা জানা যায়নি।
এদিকে কোরিয়ার স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, বাড়ি থেকে নিজের গাড়ি একাই ড্রাইভ করে বেরিয়ে পড়েন লি। কিছুক্ষণ পর অভিনেতার স্ত্রী একটি ঘরে খুঁজে পান সুইসাইড নোট।
সুইসাইড নোট পেয়ে ঘাবড়ে যান লির স্ত্রী। এরপরই লিকে মোবাইলে কল দিতে শুরু করেন। অনেক বার কল দিয়েও লির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে দিশেহারা হয়ে পুলিশে খবর দেন তিনি।
পরে সিউলের একটি পার্কে লির খোঁজ পায় পুলিশ। সকালে পার্কে অভিনেতার গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
লির মৃত্যু খবরের শিরোনাম হলে শোকের ছাড়া নেমে এসেছে কোরিয়ার শোবিজ অঙ্গনে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বেশ কিছুদিন ধরে লি জড়িয়েছিলেন মাদককাণ্ডে। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবন করার অভিযোগ ছিল অভিনেতার বিরুদ্ধে। লির মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না তা এরই মধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
দক্ষিণ কোরিয়ার একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুঁড়য়েছিলেন লি সান কিউন। ২০১৯ সালে তার অভিনীত কমেডি ঘরানার সিনেমা ‘প্যারাসাইট’ অস্কার জেতে। সিনেমার পাশাপাশি কোরিয়ান সিরিজগুলোতেও অভিনয় করছিলেন লি। তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো- ‘প্যারাসাইট’, ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’, ‘ডক্টর ব্রেন’ ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।