জুমবাংলা ডেস্ক : বর্তমান বাজারের দিকে তাকালে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। কিন্তু বিখ্যাত বিস্কুট কোম্পানি পার্লে-জি এখনো তাদের ছোটপ্যাকেট গুলি পাঁচ টাকায় বিক্রি করে। যেখানে সবকিছুর দাম বেড়েছে কিন্তু তারা দাম অপরিবর্তিত রেখেছে কেন জানেন? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে জানেন?
উত্তরঃ কম্বোডিয়া দেশে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির রয়েছে।
২) প্রশ্নঃ কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে?
উত্তরঃ উটপাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে।
৩) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে জিনিয়াস মানুষ কাকে বলা হয়?
উত্তরঃ বিজ্ঞানী আইনস্টাইনকে পৃথিবীর সব থেকে জিনিয়াস মানুষ বলা হয়। কিন্তু তার স্মৃতিশক্তি ছিল খুবই দুর্বল।
৪) প্রশ্নঃ পুরো বিশ্বে মোট একদিনে কতগুলি বিমান আকাশে উড়ে?
উত্তরঃ প্রতিদিন প্রায় ১০ হাজারেরও বেশি বিমান আকাশে উড়ে।
৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ২৮৯ দিন কোন সরকার ছিল না?
উত্তরঃ বেলজিয়াম দেশে ২৮৯ দিন কোন সরকার ছিল না।
৬) প্রশ্নঃ কোন প্রাণী লোহা খেয়েও হজম করতে পারে?
উত্তরঃ কুমির লোহা খেয়েও হজম করতে পারে।
৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে কোন সরকার নেই?
উত্তরঃ আন্টার্কটিকায় কোন সরকার নেই।
৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে কোন আইন নেই?
উত্তরঃ সোমালিয়া দেশে কোন আইন নেই। যে কারণে এই দেশকে জলদস্যুদের আঁতুঘর বলা হয়।
৯) প্রশ্নঃ ভারত ও নেপালের সীমান্তে গণ্ডক নদীর তটে কোন জাতীয় উদ্যানটি অবস্থিত?
উত্তরঃ বাল্মিকী ন্যাশনাল পার্ক।
শীতকালে সূর্য উঠতো না এই গ্রামে, সূর্যকে যেভাবে টেনে নামিয়ে আনা হলো
১০) প্রশ্নঃ জানেন পার্লে-জি বিস্কুট এখনও ৫ টাকায় পাওয়া যায় কেন?
উত্তরঃ আসলে পার্লে-জি বিস্কুটের দাম বৃদ্ধি না পাওয়ার পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক ও একটি ব্যবসায়িক চাল। আসলে এই সর্বাধিক বিক্রিত বিস্কুটের দাম অপরিবর্তিত রেখে বিস্কুটের ওজনের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। আর মানুষ এই ভেবে খুশি হয় যে এখনো ৫ টাকায় পার্লে-জি বিস্কুট পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।