লাইফস্টাইল ডেস্ক : নাকের ওপর বা ঠোঁটের নীচে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাকহেডস। সঠিকভাবে এক্সফোলিয়েট না করলে ত্বকে নানা সমস্যা বাড়তেই থাকে। এ ছাড়া যাদের ত্বক তৈলাক্ত, তাদের সমস্যা আরো বেশি। সাধারণত নাকের দুইপাশে তেল নিঃসরণ হয় বেশি।
এইসব জায়গায় ত্বকের পোরস বা রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে, সেটাই ব্ল্যাকহেডস। সুস্থ ত্বকের জন্য ব্ল্যাকহেডসকে বিদায় জানাতেই হবে। তবে পার্লারে গিয়ে তুলতে চাইলে তা সময়সাপেক্ষ, আবার খরচেরও বিষয়। পার্লারে না যেতে চাইলে বাড়িতেও ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস তুলতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক পদ্ধত্তিগুলো।
১. একটি পাত্রে অর্ধেক লেবুর রস, এক চামচ টুথপেস্ট ও হাফ চামচ হলুদগুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। হলুদ গুঁড়ো দিলে ত্বকে লেবুর পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। ব্যবহারের আগে মুখ পরিষ্কার নিন এবং নাকের ব্ল্যাকহেডসের ওপর মিশ্রণটি আধঘন্টা লাগিয়ে রাখুন।
শুকিয়ে গেলে অল্প করে পানি দিয়ে হালকা ঘষে নিন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে দুইদিন এটি ব্যবহার করতে হবে।
২. মধু ও ডিম এই দুই উপাদান ব্ল্যাকহেডস দূর করতে বেশ কার্যকরী। প্রথমে এক চা চামচ মধুর সঙ্গে ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারলে উপকার পাবেন।
৩. টমেটোর খোসা ছাড়িয়ে চটকে নিন। এরপর পুরো মুখে রেখে দিন ঘণ্টাখানেকের জন্য। শুকিয়ে এলে ভালোভাবে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তবে টমেটোর সঙ্গে পানি মিশিয়ে ব্যবহার করুন। এতেও কাজ দিবে।
৪. দুই টেবিল চামচ দুধ-এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস নিন। তাতে সামান্য পরিমাণে দানা দানা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডসের ওপর লাগিয়ে নিন এবং সামান্য ঘষে নিন। জোরে জোরে চাপ দিয়ে ঘষবেন না। এরপর ধুয়ে ফেলুন।
৫. একটি পাত্রে আস্ত ওটস এবং ওটসের গুঁড়া নিন এবং ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে সামান্য পানি এবং মধু মিশিয়ে নিন। ওটস আপনার ত্বককে এক্সফোলিয়েট করবে এবং মধু আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ব্ল্যাকহেডসের ওপর এই প্যাক লাগিয়ে সামান্য ঘষে নিলেই হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র : আজকাল ডটইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।