লাইফস্টাইল ডেস্ক: এক কেজি পার্মেসন চিজ জিলাপির দাম দুই হাজার ৭০০ টাকা। এই বিশেষ জিলাপি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো জানায়, এ জিলাপিতে ব্যবহার করা হচ্ছে ইতালি থেকে আনা বিখ্যাত পার্মেসন চিজ, যার কেজি প্রায় তিন হাজার টাকা। এ ছাড়া জাফরান এবং ঘি ব্যবহার করা হয় এ জিলাপিতে।
দুই দিন আগে সাদিক অ্যাগ্রোর ভেরিফায়েড ফেসবুক পেইজে এই জিলাপির প্রচার চালায় দেশের সাদিক অ্যাগ্রো।
সাদিক অ্যাগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমরান বলেন, বিশ্ববিখ্যাত ইতালিয়ান পার্মেসন চিজ দিয়ে এই জিলাপি তৈরি করা হয়। যার কারণে বাজারের সাধারণ জিলাপি থেকে স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়। সাদিক অ্যাগ্রো দেশের সবচেয়ে বড় মাংস ও দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলেও দুই বছর ধরে বেকারি, মিষ্টি ও বিরিয়ানি আইটেম তৈরি করে ব্যাপক সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, গুলশান, ওয়ারি, জাহাঙ্গীর গেট, মোহাম্মদপুরে আমাদের নিজস্ব রেস্তোরাঁ ও শোরুম রয়েছে। সেখানে এই জিলাপি বিক্রি করা হচ্ছে। এছাড়াও অনলাইনে হোম ডেলিভারি দেওয়া হয়। একই সঙ্গে আমরা জাফরান জিলাপি ৬০০ টাকা কেজি এবং মালাই জিলাপি ৯০০ টাকা কেজিতে বিক্রি করছি।
কোনরকম ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস থেকে মুক্তির ৬ উপায়
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.