Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল
রাজনৈতিক ডেস্ক
রাজনীতি

পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল

রাজনৈতিক ডেস্কShamim RezaDecember 15, 20256 Mins Read
Advertisement

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলাতেও বিএনপি-জামায়াতে ইসলামী পরস্পরকে যেভাবে দোষারোপ করছে, তাতে উদ্বিগ্ন সরকার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনমুখী দলগুলোকে পারস্পরিক বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়েছে দলগুলো। দলগুলোর নেতারা হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিন দল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে বলেছেন, পরস্পরকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলগুলোর টানাপোড়েনে আমরা জুলাইকে শেষ করে দিচ্ছি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। যদিও যমুনার বৈঠকের পরও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া ফটোকার্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবির বরাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, হাদির ওপর গুলিবর্ষণে জামায়াত-শিবির দায়ী বলে পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন গুলিবর্ষণকারী ছাত্রশিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে চা খাওয়ার ছবি এসেছে। যদিও ফ্যাক্টচেকে বক্তব্য মিথ্যা প্রমাণিত হওয়ার পর রিজভী দুঃখ প্রকাশ করেন।

তবে এর আগেই জামায়াত রিজভীর বক্তব্যের প্রতিবাদ করে ক্ষমা চাইতে বলে। দুই দলের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে বিষোদ্গার করছেন। হাদির ওপর হামলার প্রতিবাদে গতকাল অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশ থেকে দলগুলো পরস্পরকে আক্রমণ করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে দলগুলো এককাতারে থাকলেও নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই পারস্পরিক দোষারোপ বাড়ছে। বিভিন্ন এলাকায় হামলা-মারামারির ঘটনা ঘটছে। শুক্রবার দুপুরে নির্বাচনী জনসংযোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করার পর প্রার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাদির ওপর সন্দেহভাজন গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। এ পরিস্থিতিতে গতকাল যমুনায় বিএনপি, জামায়াত, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।

নির্বাচন ঠেকাতে প্রশিক্ষিত শুটার নেমেছে
ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেছেন সরকারপ্রধান। হাদির ওপর হামলার ঘটনাটি সতর্কবার্তা হিসেবে নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন হতে না দেওয়া। এই আক্রমণটি খুবই ‘সিম্বলিক’।

প্রধান উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।

দলগুলোকেও শক্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নির্বাচনের আগে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা থেকে সরে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ে, খেয়াল রাখতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে। নির্বাচনী উত্তেজনা যেন নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রণে থাকে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। আপনাদের শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে।

নেতারা যা বললেন
সালাহউদ্দিন বলেন, এ পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরামর্শ দেন বিএনপির এই নেতা।

গোলাম পরওয়ার বলেন, নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে। যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। জাতিকে বিভক্ত করে এমন কথা আমরা কেন বলব? আমাদের আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।
নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানবিরোধী প্রচার প্রসঙ্গে বলেন, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বয়ান তৈরি করা হচ্ছে, যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে, তারা অপরাধ করেছে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজড’ করার চেষ্টা চলছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, টকশোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে স্লোগান দিচ্ছে। বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মী বেশে থাকা আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নকারীদের থামাতে ব্যবস্থা নিতে হবে। জুলাইকে সবাই মিলে ধারণ করতে হবে। ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে পরাজয় হিসেবে দেখছে। তারা ভারতে বসে যা ইচ্ছা তা-ই করছে, আর আমরা কিছুই করতে পারছি না।
নিজেদের জন্য বিশেষ কোনো নিরাপত্তার প্রয়োজন নেই মন্তব্য করেন নাহিদ। বৈঠকে থাকা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নিজেরা ঐক্যবদ্ধ থাকতে না পারলে কোনো নিরাপত্তাই কাজে আসবে না।

বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। যমুনার বাইরে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততা থাকতে পারে। শেখ হাসিনার মতো গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত সরকার নৈতিক অপরাধ করেছে। এখন তারা আওয়ামী লীগকে সহায়তার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ
ওসমান হাদির পরিবারের সদস্যরা গতকাল যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদেরকে হাদির সর্বোত্তম চিকিৎসা ও অপরাধীদের বিচারের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন।

অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি মির্জা ফখরুলের
গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল নয়াপল্টনে এক সমাবেশে বলেন, হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত। খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মশালায় আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী হাদির ওপর গুলির ঘটনাকে দুঃখজনক আখ্যা দেন।

ওসমান হাদিকে ভারতপন্থিরা হত্যা করতে চায়: জুলাই ঐক্য
চব্বিশের গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে নেতারা বলেন, হাদি বাংলাদেশের অস্তিত্ব। তাঁকে ভারতপন্থিরা হত্যা করতে চায়। সরকারকে অনেকবার সতর্ক করলেও কোনো ব্যবস্থা নেয়নি।

বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল
শরিফ ওসমান হাদিকে গুলি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, সুনামগঞ্জ, নাটোর, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া, ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। হাদিকে গুলির প্রতিবাদে নরসিংদীতে বিএনপি ও জামায়াতে ইসলাম, সুনামগঞ্জে এনসিপি, জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তি বিক্ষোভ মিছিল করেছে।

এ ছাড়া সিলেট, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, গাইবান্ধা, মৌলভীবাজারের কমলগঞ্জ, দিনাজপুরের হাকিমপুর, ফেনীর সোনাগাজী, গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও সফিপুরে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, এনসিপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নাটোর শহরের কানাইখালী এলাকায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরে সর্বদলীয় ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি, এনসিপি ও আমার দেশ (এবি) পার্টি।

এদিকে হাদিকে গুলি করার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে ঝালকাঠি-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় সড়কের ওপর এবং ড্রেনে পড়ে তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে ঝালকাঠি শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হাদি গুলিবিদ্ধ : ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ এনবিআরের

এদিকে গতকাল বিকেল ৪টার দিকে তারা ঝালকাঠির কলেজ মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেন। সন্ধ্যায় একই স্থানে সড়কের ওপর নামাজ আদায় করে ছাত্র-জনতা। এদিকে হাদির চিকিৎসার পুরো দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে ফাহিম আল ট্রাস্ট। উন্নত চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে যে কোনো দেশে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আক্রমণ তিন তিন দল দল: পারস্পরিক বন্ধে রাজনীতি রাজি
Related Posts
এয়ার অ্যাম্বুলেন্সে হাদি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

December 14, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বিজয় দিবস উপলক্ষে বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

December 14, 2025
তারেক রহমান

ষড়যন্ত্র ‘চলছে’, নির্বাচন ‘অতো সহজ হবে না’: তারেক রহমান

December 14, 2025
Latest News
এয়ার অ্যাম্বুলেন্সে হাদি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বিজয় দিবস উপলক্ষে বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

তারেক রহমান

ষড়যন্ত্র ‘চলছে’, নির্বাচন ‘অতো সহজ হবে না’: তারেক রহমান

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার ঘোষণা সরকারের

নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ ইসলাম

বিএনপির শ্রদ্ধা

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

Jamayat

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

rashed

আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি : রাশেদ খান

সালাহউদ্দিন

তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন

হাসনাত

শাহবাগে কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.