বিনোদন ডেস্ক : মূলত নৃত্যশিল্পী তিনি। মাত্র ৪ বছর বয়সে নৃত্যে হাতেখড়ি। এরপর দেশ-বিদেশে বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ক্লাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ের পুরস্কার পর্যন্ত পেয়েছেন। আবার নাচভিত্তিক একটি টিভি রিয়্যালিটি শো’তে হয়েছেন চ্যাম্পিয়ন। কিন্তু দর্শক তাকে চেনেন অভিনেত্রী হিসেবে।
বলছি সময়ের পরিচিত মুখ পারসা ইভানার কথা। বছর কয়েক আগে ‘দেয়ালের ওপারে তুমি’ নামের একটি নাটকে অভিনয় করে দর্শক নজরে আসেন তিনি। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। হালের রেকর্ড পরিমাণ ভিউ পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের ইভা চরিত্র দিয়েও মুগ্ধ করে চলেছেন ইভানা। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেলেও নাচের সঙ্গে গভীরভাবে মিশে আছেন পারসা। সেই সূত্রেই এবার ঢাকা থেকে উড়াল দিচ্ছেন ইউরোপের দেশ পোল্যান্ডে।
আগামী ১৩ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন। তিনি বলেন, “পোল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘১২তম কালচারাল ফোক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা আসবেন। তারা নিজ নিজ দেশের ঐতিহ্য-সংস্কৃতি উপস্থাপন করবেন। বাংলাদেশ থেকে আমি এবং আমাদের নাচের দল যাচ্ছি।’’ পারসা জানালেন, উৎসব হলেও সেখানে থাকছে প্রতিযোগিতা বিভাগ। অর্থাৎ নৃত্যের ঝলক দেখিয়ে পুরস্কার জেতার সুযোগও পাবেন শিল্পীরা।
কীভাবে এই উৎসবের সঙ্গে যুক্ত হলেন? এমন প্রশ্নের জবাবে পারসা ইভানা বললেন, ‘আমরা আগে থেকেই শিল্পকলা একাডেমি ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করি। আর আমাদের দল প্রধান লিমা আপু দেশের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। মূলত তিনিই এই উৎসবের আমন্ত্রণ পেয়েছেন। তার দলের সদস্য হিসেবে আমরা সবাই যাচ্ছি।’
নাটকের ব্যস্ততা প্রসঙ্গে পারসা ইভানা জানান, আপাতত পোল্যান্ড ট্যুরের প্রস্তুতি স্বরূপ নাচের রিহার্সাল নিয়েই সময় কাটছে। তাই সেভাবে নতুন কাজে হাত দিচ্ছেন না। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর কিছু পর্বের শুটিং করা আছে, সেগুলো প্রচার হতে থাকবে। এরপর পোল্যান্ড থেকে ফিরে নতুন কাজে নামবেন।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজের অভিজ্ঞতা ও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে পারসা ইভানার ভাষ্য, ‘এটা তো আগে থেকেই বেশ জনপ্রিয় সিরিয়াল। এখানে কখনও কাজ করতে পারব, ভাবিনি। তবে এখন কাজ করতে করতে সবার সঙ্গে পরিবারের মতো সম্পর্ক হয়ে গেছে। আর দর্শকের প্রতিক্রিয়া নিয়ে যদি বলি, মোটামুটি ৬-৭ বছর ধরে কাজ করছি। এটার মতো ভালোবাসা-সাড়া কোনও কাজ থেকে এখনও পাইনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।