কোমর দুলিয়ে ঝড় তুললেন পারসা ইভানা

parsa-evana

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। যখন যে চরিত্রই করেন তিনি সেটি ফুটিয়ে তোলেন দারুণ ভাবে।

এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকের মন জয় করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি এক মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন।

যেখানে এ অভিনেত্রীকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। খোলা চুলে সাদা প্যান্ট আর কালো টপস কোমর দুলিয়ে ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছেন। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সন্দেহ হলে, শুধু নাচ।’

Parsa Ivana

যেই ভিডিওটি প্রকাশের ২৩ ঘণ্টায় ২৫ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখের বেশি মানুষ। যারা অধিকাংশই অভিনেত্রী নাচের প্রশংসা করেছেন।

এস এ রিমন নামে এক ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনার অসাধারণ নাচ দেখতে খুব ভাল লাগলো, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি এখাবেই অভিনয় করে যাবেন ও আমাদের সুন্দর নাচ উপহার দিবেন।’

লাবিব নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘অনেক সুন্দর আমার প্রিয় নায়িকা। দেশ যখন এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে। তোমার সুন্দর নাচ।’

উল্লেখ্য, অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তা অনেকেরই অজানা।