বিনোদন ডেস্ক : প্রমোদতরীতে মাদক-পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে ধরা পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। গত বছর সে খবর নাড়িয়ে দিয়েছিল পুরো ভারতকে।
আবারও সেরকম ঘটনারই পুনরাবৃত্তি হলো হায়দরাবাদের বাঞ্জারা হিলস এলাকায়। এক নাইট পার্টি থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার মাদক। সেই সঙ্গে আটক করা হয়েছে দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ভাতিজি (ভাইয়ের মেয়ে) নিহারিকা কোনিডেলাসহ ১৫০ জনকে।
পুলিশ সূত্র জানিয়েছে, এই পার্টিতে নিহারিকা কোনিডেলা ছাড়াও তামিল ছবির জনপ্রিয় গায়ক রাহুল স্পিলিগঞ্জ, তেলুগু দেশম পার্টির সাংসদ জয়দেব গল্লার ছেলে সিদ্ধার্থ গল্লা উপস্থিত ছিলেন। আটকদের মধ্যে চারজন বিদেশিসহ নাইট ক্লাবের ১৯ জন কর্মচারীও রয়েছেন।
ছাত্রীর সঙ্গে সম্পর্ক কলেজ শিক্ষকের, তৃতীয় স্ত্রীর মামলা
পুলিশের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, শনিবার (২ এপ্রিল) গোপন সূত্রে খবর পেয়েই বাঞ্জারা হিলসের একটি নাইট ক্লাবে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে অনেক প্যাকেট পাউডার উদ্ধার করে পুলিশ। পার্টির আয়োজকরা প্রথমে এসব পাউডারকে চিনি বলে দাবি করে। তবে পরীক্ষার পর জানা যায় এগুলো হেরোইন। এই নাইট পার্টিতে লক্ষাধিক টাকার হেরোইন লেনদেন হয়েছিল বলে জানা গেছে।
পরে আটকদের প্রথমে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনে নেওয়া হয়। তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর চিরঞ্জীবীর ভাই নাগাবাবু অর্থাৎ নিহারিকার বাবা এক বিবৃতিতে জানিয়েছেন, তার মেয়ে শুধু পার্টিতে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকেও ছেড়ে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।