‘পাশে বসে থাকা সত্ত্বেও পাত্তা দেননি কারিনা’

কারিনা

বিনোদন ডেস্ক : নব্বই দশক থেকে রুপালি পর্দায় একটানা অভিনয় করে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। নায়িকার অনুরাগীর সংখ্যা লক্ষাধিক। তাকে মাত্র এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। গাড়ির পেছনেও দৌঁড়াতে ছাড়েন না তারা। কিন্তু অনুরাগীদের এই ভালোবাসা কতখানি ফিরিয়ে দিতে পারেন কারিনা কাপুর খান?

কারিনা

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখে এই প্রশ্ন আরও একবার উঠে এসেছে সকলের সামনে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি বলেছেন, ‘একবার আমি লন্ডন থেকে দেশে ফিরছিলাম।

আমার পাশের আসনে বসেছিলেন কারিনা কাপুর খান। অনেক অনুরাগী তাকে দেখে হাই-হ্যালো করছিল। কিন্তু কারিনা কাপুর খান বিরক্ত হয়েছিলেন তা দেখে। শুধু তাই নয়, কাউকে দেখে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি।’

‘আমার কাছেও কয়েকজন আসছিলেন, কিন্তু আমি সবার সঙ্গে কথা বলেছি। অনুরাগীরা শুধু এইটুকুই আশা করেন তারকাদের থেকে। কেউ যখন আপনাকে স্নেহ বা ভালোবাসা দেয় তখন উল্টো মানুষটিকেও তা ফিরিয়ে দেওয়া উচিত।’

সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

কারিনা কাপুর খানকে নিয়ে এই সমালোচনা প্রথম নয়। দাম্ভিক হিসেবে নাম ডাক রয়েছে কারিনার। এর আগেও একাধিকবার অনুরাগীদের পাত্তা না দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পেশাগত দায়বদ্ধ তা ছাড়া নিজের পরিবারের সঙ্গেই সবসময় সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেত্রী।