স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের।
কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুতে সেটি হয়নি। কিন্তু পূর্ব নির্ধারিত আয়োজন ক্যাপ্টেন্স মিট নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হয়েছে। ১০ দলের অধিনায়কের মিলানমেলা এই ক্যাপ্টেন্স মিট।
বাকি দুলগুলোর অধিনায়কের মতোই ক্যাপ্টেন্স মিটে বক্তব্য দেওয়ার পালা আসে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। আর সে সময়েই বিপত্তি বাধায় আইসিসি।
খেলোয়াড় পরিচিতির ট্যাগলাইনে সাকিবকে পাকিস্তানের দলপতি হিসেবে উপস্থাপন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মুহূর্তেই সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যেম। এত বড় আসরে আইসিসির সাকিবের বিষয়ে এত বড় ভুল হাস্যরসের সৃষ্টি করে নেটিজেনদের ভেতর।
এই গ্রামের নারীদের ৭০ বছরেও থাকে ভরা যৌবন, দেখতে হুবহু ১৬ বছরের তরুণীর মতো
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।