আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পাস হয়েছে। বার্ষিক সামরিক ব্যয় বাড়িয়ে ৮৮৬ বিলিয়ন ডলারে নেওয়া হয়েছে। যা ২০২২ সালের তুলনায় ২৮ বিলিয়ন ডলার বেশি। এই বাজেটে ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বাজেটে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট হয়। এতে এই বাজেটের পক্ষে ভোট দেন ৩১০ জন এবং বিরুদ্ধে ভোট দেন ১১৮ জন।
এরপর সিনেটে এর পক্ষে ভোট পরে ৮৭টি এবং বিরুদ্ধে পরে ১৩টি। এই বিলে সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫.২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের আকৃতি বৃদ্ধি পেয়েছে তিন শতাংশ।
এ ছাড়া অস্ত্র কেনা হবে ১৬৮ বিলিয়ন ডলারের। গবেষণায় ব্যয় হবে ১৪৫ বিলিয়ন ডলার এবং পরমাণু বোমার পেছনে ব্যয় হবে ৩২ বিলিয়ন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।