জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ হাজার ইউএই দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান।
তিনি জানান, গ্রেফতারকৃত যাত্রীর নাম মোহাম্মদ কায়সার হামিদ। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। সন্ধ্যায় বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশির সময় তিনি ধরা পড়েন।
এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাতে শারজাহ’র উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা ছিল কায়সার হামিদের। উদ্ধার হওয়া ৯০ হাজার ইউএই দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী একজন যাত্রী বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যেতে পারেন। কিন্তু এর বেশি বিদেশি মুদ্রা নেয়ার চেষ্টা করায় তাকে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।