জুমবাংলা ডেস্ক : রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ওয়াটার বাসটি যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাট থেকে তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে ওয়াটার বাসটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে।
সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ওয়াটার বাসটির কতজন যাত্রী নিখোঁজ আছে, এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।