অন্যরকম খবর ডেস্ক : বিমানযাত্রায় যাত্রীদের অ্যালকোহল বা মদ পান সাধারণ বিষয়। তবে মাঝেমধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে; যা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কিন্তু এবার তুরস্কের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের যাত্রীদের মদপানের ঘটনা খবরের শিরোনাম হয়েছে অন্য কারণে। সানএক্সপ্রেস এয়ারলাইন্সের ওই ফ্লাইটের যাত্রীরা বিমান উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই ফ্লাইটের পুরো অ্যালকোহল সরবরাহ শেষ করে ফেলেন!
মঙ্গলবার নিউজএইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণবিষয়ক সাপ্তাহিক টিটিজিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন-জার্মান সিইও ম্যাক্স কাওনাটজকি এ ঘটনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যে ফ্লাইটে ঘটনাটি ঘটেছে, সেটি গলফারদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ছিল।
তবে কবে, কখন, কোন বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল এবং সেটিতে কতজন যাত্রী ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। কাওনাটজকি ব্রিটিশদের অন্যান্য দেশের ভ্রমণকারীদের তুলনায় ‘অধিক উচ্চব্যয়ী, অধিক সুখবাদী’ বলে বর্ণনা করেছেন।
তুরস্কের ফ্লাইটে অ্যালকোহল সরবরাহ দ্রুত শেষ হওয়ার ব্যাখ্যা করে কাওনাটজকি বলেন, উড্ডয়নের ২৫ মিনিটের মধ্যে আমরা সব বিয়ার এবং ওয়াইন বিক্রি করেছিলাম।
সানএক্সপ্রেস ২০২২ সাল থেকে যুক্তরাজ্যে এর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।