প্লেনের ইঞ্জিনে কয়েন ছুড়লেন যাত্রী, তারপর যা হলো

প্লেনের ইঞ্জিনে কয়েন ছুড়লেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : প্লেনের ইঞ্জিনে কয়েন ছুড়ে মারলেন এক যাত্রী। আর সেই কারণেই ফ্লাইটটির চালু করতে দেরী হলো চার ঘণ্টা। আর এই ঘটনা ঘটেছে চীনের একটি বিমানবন্দরে।

প্লেনের ইঞ্জিনে কয়েন ছুড়লেন যাত্রী

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি বুধবারের। এদিন চায়না সায়দার্ন এয়ারলাইন্সের এক যাত্রী ইঞ্জিনে কয়েকটি কয়েন ছোড়েন।

ফ্লাইটটির সকাল ১০টায় সানিয়া থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ইঞ্জিনে কয়েন খুঁজে পাওয়ায় স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে বিমানটি ছেড়ে যায়।

তবে কয়েন ছুড়ে মারা যাত্রীর পরিচয় ভিডিও বা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ না করা হয়নি। তবে জানা যায়, ওই যাত্রী ইঞ্জিন লক্ষ্য করে পাঁচটি কয়েন ছুড়েছিলেন। তাকে বিমানবন্দর পুলিশে সোপর্দ করা হয়েছে।