বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ডেস্কটপ ও মোবাইল ভার্সনের ব্যবহারকারীদের আরো নিরাপদে পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা দিতে পাসওয়ার্ড ম্যানেজার পরিষেবা চালু করতে যাচ্ছে বিটডিফেন্ডার। খবর টেকরাডার।
অ্যান্টিভাইরার পরিষেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও বিটডিফেন্ডার তাদের সফটওয়্যারে পাসওয়ার্ড জেনারেটরও যুক্ত করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মুহূর্তের মধ্যেই বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণ করতে পারবেন। একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে সেগুলো ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী বিটডিফেন্ডার পাসওয়ার্ড ম্যানেজারে এন্ড টু এন্ড এনক্রিপশন, সহজ ইনস্টল পদ্ধতি ও সহজে পরিচালনাযোগ্য ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।
সাইবারনিরাপত্তা ও অনলাইন কার্যক্রম নিয়ে বিটডিফেন্ডার গ্লোবাল প্রতিবেদন ২০২১-এ জানানো হয়, ১০ হাজার গ্রাহকের মধ্যে মাত্র অর্ধেক তাদের সব অনলাইন অ্যাকাউন্টে এক অংকের পাসওয়ার্ড ব্যবহার করেন বলে জানা গেছে। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ একাধিক অনলাইন অ্যাকাউন্টে আগে ব্যবহূত পাসওয়ার্ড ব্যবহার করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটডিফেন্ডারের কনজিউমার সলিউশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট সিপ্রিয়ান ইসত্রেত নতুন পাসওয়ার্ড ম্যানেজার তৈরির কারণ উল্লেখ করেন। তিনি বলেন, সাইবার অপরাধীরা দুর্বল পাসওয়ার্ড সন্ধান করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে হামলা চালায়। এরপর তথ্য চুরি করে ডার্ক ওয়েবে সেগুলো বিক্রির মাধ্যমে অর্থ আয় করে। নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার বিষয়ে অনেকে জানলেও সেটি তৈরিতে ব্যবহারকারীরা বিভিন্ন দ্বিধায় ভোগেন। আর সেজন্য আমরা ব্যবহারকারীদের নতুন কোনো সমস্যায় না ফেলে অধিক নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত পাসওয়ার্ড ম্যানেজার তৈরি করেছি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel