আপনি হয়তো ভাবছেন পাসওয়ার্ড নিয়ে দিবস পালন করার কী আছে ! কিন্তু সত্যিই প্রযুক্তিবিদদের কাছে এর বিশেষ গুরত্ব আছে। সাধারণত প্রত্যেক বছর মে মাসের ১ম বৃহস্প্রতিবার পাসওয়ার্ড দিবস হিসেবে পালন করা হয়। প্রযুক্তি পেশাদাররা কম্পিউটার ব্যবহারকারীদের তাদের পাসওয়ার্ড আপডেট এবং সুরক্ষিত রাখতে উৎসাহিত করার জন্য এটি শুরু করেছিলেন।
টেক জায়ান্ট ইন্টেল ২০১৩ সালের মে মাসের প্রথম বৃহস্পতিবারকে বিশ্ব পাসওয়ার্ড দিবস হিসাবে ঘোষণা করেছে। বিশ্বে এর আগে কখনও পাসওয়ার্ড নিয়ে দিবস পালন করা হয়নি। ঐবারই ১ম বারের মতো এ দিবস উৎযাপন করা হয়। ২০১৩ সালের ঐদিন ছিলো আসলে ছুটির দিন। প্রযুক্তিবিদসের লক্ষ্য ছিলো প্রতিটি অ্যাকাউন্টের জন্য অনন্য পাসওয়ার্ড ব্যবহার করার মতো ভাল পাসওয়ার্ড অনুশীলনকে উৎসাহিত করা।
এ বছর ৫মে এ দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে ৫মে পাসওয়ার্ড দিবসের পাশাপাশি কার্টুনিস্ট ডে, মিউজিয়াম লাভার্স ডে, ন্যাশনাল অয়েস্টার ডে (National Oyster Day), ন্যাশনাল হোগি ডে (National Hoagie Day), এবং ইন্টারন্যাশনাল মিডওয়াইভস ডে পালন করা হয়।
১৬ লাখ ৮৪ হাজার টাকায় বাজারে দুর্ধর্ষ বাইক ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২এস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।