বিনোদন ডেস্ক : ‘পেটে মাথা ব্যথা করছে’, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আজব দাবি স্বস্তিকার। জি বাংলার পর্দায় ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। সম্প্রতি একের পর এক নতুন ধারাবাহিক জি বাংলায় শুরু হয়েছে।
সেই তালিকায় এবারে যুক্ত হয়েছে স্বস্তিকা দত্ত ও শুভঙ্কর সাহা অভিনীত অন্য স্বাদের এই ধারাবাহিক। জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে ধারাবাহিকের কলাকুশলীরা জুটি বেঁধে হাজির হয়েছিলেন। রচনার প্রশ্নে স্বস্তিকার উত্তর শুনে অন্যান্য সকলেই হেসে গড়িয়ে পড়েন।
সঞ্চালিকা রচনা ব্যানার্জী জিজ্ঞেস করেন, “স্বস্তিকাও কি বিয়ে করতে ভয় পাবে?” উত্তরে অভিনেত্রী বলে ওঠেন, “উফফ বাবা! আবার পেটে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। না না, বিয়ে-টিয়ে হবে না আমার দ্বারা।” রচনা অবাক হয়ে জানতে চান, “বিয়ে করবি না, তুই ঘুরে বেড়াচ্ছিস?” স্বস্তিকা অকপটে স্বীকার করেন, “আমার টেনশন হয়, সবকিছুতে। আমি ‘দিদি নম্বর ওয়ান’-এ আসি না কারণ আমার টেনশন হয়।”
সহমত জানিয়ে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় জানিয়ে বলেন তাঁর সঙ্গেও এরকম হয়, শ্যুটিংয়ের আগের রাতেই যেন তিনি রচনা ব্যানার্জীর কথা শুনতে পাচ্ছিলেন। স্বস্তিকাও জানান তিনি ‘দিদি নম্বর ওয়ান’-এ আসার আগে নিজের মায়ের সঙ্গে সব ধরণের খেলা প্র্যাকটিস করে এসেছেন। এরপরে হঠাৎ করেই রচনা জিজ্ঞেস করে বসেন, “তাই জন্যই এত গান শুনতে ইচ্ছে করে?”
এই প্রশ্নে সবাই হেসে উঠলেও স্বস্তিকা বলতে থাকেন, “আমার পেটে মাথা ব্যথা হচ্ছে।” অভিনেত্রী অবশেষে বলেন তিনি ঠিক করেছেন বিয়ে করলেও কাউকে খাওয়াবেন না, সেই টাকা বাঁচিয়ে তিনি কোথাও ঘুরতে যাবেন। ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে এক মাঝবয়সী চরিত্র ‘আবির’-এর সঙ্গে বিয়ে হবে কমবয়সী ‘ঝিলমিল’-এর ও তিনি হয়ে উঠবেন কনিষ্ঠতম শাশুড়ি। অন্য স্বাদের এই গল্প দল মনে জায়গা করে নিতে পারবে কি না তা সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।