স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলমান আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে বোলিংয়ে মার খেয়েছেন (৪-০-৪৯-২)। এটাই তাতিয়ে দিয়েছে প্যাট কামিন্সকে। পুনে স্টেডিয়ামে ব্যাটিংয়ে ঝড় বইয়ে দিয়েছেন কামিন্স। ৩৭৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫ বলে ৪ চার, ৬ ছক্কায় ৫৬ রানের হার না মানা ইনিংসে বোলার হৈ চৈ ফেলে দিয়েছেন এই অজি।
তার ছক্কা-বৃষ্টিতে মুগ্ধ কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খানও। অজি তারকার ব্যাটিং তাণ্ডব দেখে নাচতে মন চেয়েছিল বলিউড সুপার স্টারের। এ নিয়ে ফেসবুক পোস্ট ও টুইট করেন কিং খান।
বুধবার রাতে পুনে স্টেডিয়ামে তার চওড়া ব্যাটের হাসি দেখেছে সবাই। টি-২০তে ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড আছে যুবরাজ সিং, হযরতউল্লাহ জাজাই, গেইলের। আছে ১৩ বলে ট্রেসকোথিকের হাফ সেঞ্চুরি। দেড় মাস আগে মিরপুরে বিপিএলের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সুনিল নারাইনের ১৩ বলে হাফ সেঞ্চুরিও দেখেছে ঢাকার দর্শক।
তবে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এতোদিন বহাল ছিল লোকেশ রাহুলের। ২০১৮ সালে মোহালীতে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এই রেকর্ডটি করেছিলেন লোকেশ রাহুল।
বুধবার রাতে সামসকে ফ্রি হিটে বাউন্ডারি শটে ১৪ বলে হাফ সেঞ্চুরিতে আইপিএলে লোকেশ রাহুলের দ্রুততম রেকর্ডকে ছুঁয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স। ৬ ছক্কা, ৪ বাউন্ডারির ইনিংসে এই রাতে এক ওভারে ৩৫ রান নিয়ে বিস্মিত করেছেন সবাইকে।
১৬তম ওভারে সামসকে লং অনে ছক্কা দিয়ে শুরু, পরের বলে মিড উইকেটে বাউন্ডারি, পরের বলে মিড উইকেটে ছক্কা, পরের বলে ফাইন লেগ দিয়ে ছক্কা ! ভাগ্যটা ভাল, ৪২ রানের মাথায় সূর্যকুমারকে লং অনে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন আম্পায়ারের ‘নো’ কল-এ। বোনাস ফ্রি হিটে বাউন্ডারিতে আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে লোকেশ রাহুলকে ছুঁয়েছেন। ওভারের শেষ বলে স্লোয়ারে কামিন্সের ছক্কার শটে ১৬২ চেজ করে ২৪ বল হাতে রেখে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। রোহিত শর্মার মুম্বাই সেখানে টানা ৩ হার-এ পয়েন্ট তালিকায় তলানীতে করছে অবস্থান।
১৬২ চেজ করতে এসে স্কোরশিটের চেহারা যখন ১০১/৫, শেষ ৪১ বলে ৬১ রানের টার্গেট তখন সহজ মনে হয়নি। সেখান থেকে ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে ১৭ বলে ৬১ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব কামিন্স। তাতেই বলিউড বাদশাহ শাহরুখ খানকে দারুণ এক জয় উপহার দিয়েছেন কামিন্স। ভেঙ্কটেশ করেছেন ৪১ বলে ৬ চার, ১ ছক্কায় ৫০*। ম্লান হয়েছে মুম্বাইয়ের সূর্যকুমারের ৩৬ বলে ৫২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।