জুমবাংলা ডেস্ক : আমাদের চারপাশে অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি রয়েছে৷ অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট বিষয়কে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন। প্রত্যেকেই প্রথম নজরে বিভিন্ন কিছু লক্ষ্য করবেন এটাই স্বাভাবিক কারণ প্রত্যেক মানুষ আলাদা, তাঁদের দৃষ্টিকোণও ভিন্ন।
অপটিক্যাল ইলিউশনের ছবি আজকাল খুব ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন দেখার পর, মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। কিছু প্রতিভাধর মানুষ অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না।
এই ছবির ক্ষেত্রেও অনেকটা তেমনই। রঙিন ছবির মধ্য থেকে ব্যাঙটিকে খুঁজে বের করতে পারাটাই চ্যালেঞ্জ। তাও আবার ৩৬ সেকেন্ডের মধ্যে। এই ছবিটিতে রয়েছে পুকুরভর্তি পদ্মফুল-পদ্মপাতা। এরই মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে প্রাণীটি। আপনার চোখের সামনেই রয়েছে অথচ তা দেখতে হয়তো পাচ্ছেন না। আসলে এত রঙের মধ্যে ধাঁধা লেগে যায় চোখে।
যদিও এ দৃশ্য অবাস্তব নয়৷ পদ্ম পাতায় বসে ব্যাঙের পরিবার এমন ছবি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে প্রায়শয়ই দেখা যায়। এই ছবিটি দেখে নেটিজেনদের অনেকে অবশ্য বলেছেন যে ব্যাঙটিকে নিজেকে আসলে ছবিতে ধরা দিতে চায়নি। তাই এমনভাবে লুকিয়ে রেখেছে নিজেকে, যাতে প্রথম দর্শনে কিছুতেই না বোঝা যায়। এখনও যদি বুঝতে না পারেন তবে আপনার জন্য রইল প্রথম ক্লু।
ছবিটি দেখার সময় নীচ থেকে উপর দিকে খুব খুঁটিয়ে দেখতে থাকুন। পাতার আড়ালেই নিজেকে লুকিয়ে রেখেছে ব্যাঙটি। একদম পাতার রঙে মিলিয়ে নিয়েছে নিজেকে। সবুজের মধ্যেই এমন সবুজ হয়ে রয়েছে যে খুঁটিয়ে না দেখলে উত্তর পাওয়া দুষ্কর। এখনও উত্তর না পেলে এবার ভাল করে বাদামি রঙের পাতাটি লক্ষ্য করুন। দেখুন তো সেটির নিচে ব্যাঙটিকে দেখতে পেলেন কি না!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।