বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ইয়াশরাজ ফিল্মসকে নতুন জীবন দিয়েছে। গত কয়েক বছরে একের পর এক ফ্লপ সিনেমা রিলিজ দিয়েছিল প্রযোজনা সংস্থাটি। সেই সময় শাহরুখ খানের হাত ধরে চাঙ্গা হওয়া ইয়াশরাজ আবারো মুক্তি দিল বিখ্যাত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।
হিন্দুস্তান টাইমস জানায়, আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে ভারতের ৩৭টি শহরে এক সপ্তাহের জন্য চলবে ‘ডিডিএলজে’।
শাহরুখ উন্মাদনা ও ইয়াশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। এটি সংস্থার প্রতিষ্ঠাতা ইয়াশ চোপড়ার ছেলে ও বর্তমান কর্ণধার আদিত্য চোপড়ার পরিচালক হিসেবে প্রথম ছবি।
১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর ‘ডিডিএলজে’ সবচেয়ে বেশিদিন ধরে সিনেমা হলে চলার রেকর্ড গড়েছিল। এখনো মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে নিয়মিত প্রদর্শিত হচ্ছে।
শাহরুখ খান, কাজল ও অমরিশ পুরি অভিনীত ‘ডিডিএলজে’ নানা কারণে বলিউডের আইকনিক চলচ্চিত্র। যার বিভিন্ন দৃশ্য ও গান নিয়ে আজো চর্চা হয়। গতবছর যুক্তরাষ্ট্রের ব্রডওয়েতে আসে সিনেমাটির মিউজিক্যাল সংস্করণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।