‘পাঠান’র জন্য গ্রেফতার যুবক

পাঠান

বিনোদন ডেস্ক : ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’। ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে বক্স অফিসে অভাবনীয় সাড়া পেয়েছে বাদশার ‘কামব্যাক’ ছবি। তবে বিতর্কের জের রয়েই গেছে। সেই বিতর্কের জেরে এবার গ্রেফতার হয়েছেন এক যুবক।

পাঠান

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখানো হলেই পর্দায় আগুন জ্বলবে’। গুজরাতের প্রেক্ষাগৃহ মালিকদের উদ্দেশে এমন হুমকির ভিডিও পোস্ট দেন ৩৩ বছর বয়সী সানি শাহ ওরফে তৌজি। ভিডিও প্রকাশ্যে আসার পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, সম্প্রতি সানি শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ওই হুমকি ভিডিও। হুমকির ফলে সাম্প্রদায়িক হিংসা ঘটতে পারে। এমন আশঙ্কায় তাকে গ্রেফতার কথা হয়েছে।

তদন্তের পরে পুলিশ জানিয়েছে, সানি শাহ আগে করণি সেনার সদস্য ছিলেন। যুবককে গ্রেফতার করার পরে তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। ওই মোবাইল ফোনের সাহায্যেই ভিডিও তৈরি করে প্রেক্ষাগৃহের মালিকদের পাঠিয়েছিলেন তৌজি। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও ‘পাঠান’ বিতর্কে উত্তপ্ত হয়েছে গুজরাত। ছবির পোস্টার পুড়িয়ে দেওয়া থেকে আহমেদাবাদের শপিং মলে বিক্ষোভ ‘পাঠান’ মুক্তির বিরুদ্ধে বারবার বিক্ষোভ প্রদর্শন করেছে বজরং দল। বিতর্ক-বিক্ষোভের শুরু ছবির ‘বেশরম রং’ গান মুক্তির পরে। গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং নিয়ে প্রতিবাদ জানায় বজরং দল। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও ছবিমুক্তির বিরোধিতায় অনড় বজরং দল।

বোল্ড লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন নেহা ভাদোলিয়া

সম্প্রতি এক সভায় বয়কট সংস্কৃতি নিয়ে মুখ খোলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের উদ্দেশে ছবি, ছবির নির্মাতা ও কলাকুশলীর নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার বার্তাও দেন তিনি। প্রধানমন্ত্রীর সেই বার্তাকে স্বাগত জানান ছবি নির্মাতারা।