রেকর্ডের পর রেকর্ড গড়ছে ‘পাঠান’

পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা

বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করল ‘পাঠান’। প্রথম দিনেই ৫৭ কোটির বেশি আয় করেছে এই সিনেমা। এছাড়াও প্রথম দিনেই মোট ১০টি রেকর্ড করে ফেলেছে এই সিনেমা।

পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা

প্রথম দিনেই ৫৭ কোটি
‘পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। প্রথম দিনেই ৫৭ কোটির ব্যবসা করল শাহরুখ-দীপিকা অভিনীত এই সিনেমা। এর মধ্যে ৫৫ কোটির ব্যবসা করেছে মূল হিন্দি ছবিটি। অন্য ভাষায় ডাবিং করা ভার্সানগুলি থেকে এসেছে আরও দু’কোটি। এর আগে কোনও ভারতীয় ছবি প্রথম দিনেই এতো পরিমাণ ব্যবসা করতে পারেনি। উল্লেখ্য, ছুটির দিনে মুক্তি পায়নি Yash Raj Films। তার পরও প্রথম দিনেই কোটি কোটি টাকার ব্যবসা করায় খুশি প্রযোজক সংস্থা থেকে শুরু করে পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী। ছবির মুক্তিতেই ১০টি রেকর্ড করে ফেলেছে এই বলিউড সিনেমা। দেশ-বিদেশ মিলিয়ে এখনও পর্যন্ত সর্বাধিক হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এই নিয়ে Yash Raj ব্যানারের তৃতীয় সিনেমা ৫০ কোটির বেশি ব্যবসা করল। এর আগে এই প্রযোজক সংস্থার সিনেমা WAR ও THUGS OF HINDOSTAN ৫০ কোটির বেশি ব্যবসা করেছিল।

কাহিনিতে গুপ্তচরের জীবন
পাঠান-র চিত্রনাট্য উঠে এসেছে এক গুপ্তচরের জীবন। ভরপুর অ্যাকশনে ভরা এই ধরনের ছবি এই নিয়ে তৃতীয়বার তৈরি করল Yash Raj Films। এই ধরনের এর আগের দু’টি সিনেমা ছিল WAR ও EK THA TIGER। দুটি ছবিই মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা করেছিল।

শাহরুখ-দীপিকা-জনের কেমিস্ট্রি
পাঠান-এ শাহরুখ-দীপিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। তিন জনেই ছবি মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় করেছেন বলে খবর মিলেছে।

Yash Raj-র রেকর্ড আয়
ছবি মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় করেছে প্রযোজক সংস্থা Yash Raj Films। প্রথম দিনে রেকর্ড আয় করেছেন পরিচালক Siddharth Anand।

চলচ্চিত্রে ‘ঐতিহাসিক দিন’
বৃহস্পতিবার Yash Raj Films-র CEO Akshaye Widhani বলেন, “ভারতীয় সিনেমার ইতিহাসে এটা একটা ঐতিহাসিক দিন। সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে পাঠান। শুধু ভারতই নয়, বিদেশেও এই সিনেমা দেখার জন্য বহু মানুষ হলমুখী হচ্ছেন।”