বিনোদন ডেস্ক : প্রায় চার বছর পরে আরো একবার খবরের শিরোনামে উঠে আসছেন শাহরুখ খান তাঁর আসন্ন ছবি “পাঠান” সিনেমার হাত ধরে। এই সিনেমার জন্য এখন থেকেই সমস্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি স্পেনের শুটিং শেষ হয়েছে। তবে এই সিনেমা নিয়ে এমন একটি খবর সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যা শুনে সকলে হতবাক হয়ে গেছেন। এখনো পর্যন্ত এই সিনেমার জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান। এখনো পর্যন্ত এত অংকের টাকা কেউ নিয়েছে বলে মনে হয় না। শাহরুখ খান তাঁর ক্যারিয়ারের সবথেকে বেশি পারিশ্রমিক নিতে চলেছেন এই সিনেমার মাধ্যমে।
বেশ কয়েক বছর ধরে শাহরুখ খান বড় পর্দার থেকে দূরে রয়েছেন। বিগত কয়েক বছরে শাহরুখ খানের কোন সিনেমা সেইভাবে বক্সঅফিসে ব্যবসা করতে পারেনি। এহেন পরিস্থিতিতে শাহরুখ খানের এত বড় অঙ্কের পারিশ্রমিক নেওয়া রীতিমতো অকল্পনীয় ব্যাপার। তবে শুধুমাত্র শাহরুখ খান নয়, এই সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন নিচ্ছেন বেশ বড় অঙ্কের পারিশ্রমিক। চলুন এক নজরে এই পারিশ্রমিক কত অঙ্কের একবার দেখে নেওয়া যাক।
শাহরুখ খান: পাঠান সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এই সিনেমার জন্য শাহরুখ খান নিচ্ছেন প্রায় ৮৫ কোটি টাকা। এমতাবস্থায় পাঠান যদি নতুন কোনো ইতিহাস তৈরি না করতে পারে তাহলে তা কোন দুঃস্বপ্নের থেকে ভয়ংকর হবে না পরিচালকের কাছে।
জন আব্রাহাম: শাহরুখ খানের পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করবেন জণ আব্রাহাম। বহুদিন বাদে আরো একবার বড় বাজেটের সিনেমাতে দেখা যাবে জণ আব্রাহামকে। এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন ২৫ কোটি টাকা।
দীপিকা পাডুকন: অভিনেত্রী দীপিকা পাডুকোন এই সিনেমাতে একেবারে অন্য রূপে সকলের কাছে ধরা দেবেন। পাঠান সিনেমাতে অ্যাকশন অবতারে সকলের সামনে আসবেন তিনি। এই সিনেমার জন্য তিনি নেবেন ১৮ কোটি টাকা।
সালমান খান: বহুদিন বাদে আরো একবার একই সিনেমাতে অভিনয় করবেন সালমান খান এবং শাহরুখ খান। এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে মনে করা হচ্ছে, এই সিনেমাতে সালমান খান এন্ট্রি নেবেন শুধুমাত্র তাঁর আগামী সিনেমা টাইগার ৩ – এর জন্য। তবে এই সিনেমায় তিনি কত পারিশ্রমিক নেবেন তা এখনো প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, যশরাজ ফিল্মস ব্যানারের সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জানুয়ারি ২০২৩ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।